বুধবার, ২৪ জুন, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ


                                   
কবিতা ভট্টাচার্য 



নতুন আলো 


চৈত্রের শেষে বৈশাখের এক অন্য রূপ 
কিন্তু আজ যে দুর্যোগের কালো মেঘ 
ঘনীভূত হয়েছে-অন্ধকার রাত্রি 
 চর্তুদিকে কান্নার আওয়াজ-মৃতদেহ সব
  আমার সব শব্দ এলোমেলো হয়ে যাবে
জানি রাতের কালো আঁধার একদিন ঘুচবে 

চারদিকে সোনা রোদ্দুর আসবে 
    আসবে বিশুদ্ধ বাতাস 
হৃদয়ে সঞ্চারিত হবে আলো 
কত কথা মনে আসে - দুঃখ ব্যথা যায় ভেসে 
সব কিছু উড়ে যাবে ধূলোবালি হয়ে 

তোমাকে আমার নিজের করে
                             
 দু হাত বাড়িয়ে 
জীবন সমাজ পৃথিবী এক সাথে চলবে  নিশ্চিতে 
 তুমি আঁধার সরিয়ে আসবে
 জ্বালবে নতুন আলো ভালোবাসা দিয়ে। 



                              
ছায়াঘেরা গ্রাম
 

ছোট কাগজের বাক্সতে 
কিছু পুতির মালা 
আর ঘুড়ির হালকা রঙিন কাগজ 
এই নিয়েই অপুর দিন কেটে যায়-
 কতদূর্গা আসে যায় 
                                
সময়ের ঘোলা জলে 
শত ছেড়া কাপড়ের আঁচলে 
কাটে শীত-গ্রীষ্ম-বর্ষা  কত বসন্ত- কত স্বপ্ন 
ব্যথা বেড়ে ওঠার পান্ডুলিপি 
কিশোরী দূর্গা দুপুর সন্ধ্যাগুলি 

গ্রামের মাটির পথ 
তার উপর রেললাইন 
চলে রেলগাড়ি-ঝমঝম শব্দে 
উনুনের ধোঁয়া কখন দেখা যায় 
             এ বাড়ি ও বাড়ি থেকে 
এমনিই পথের পাঁচালির 
                       ছায়াঘেরা গ্রাম 
 থাকে অপুর তাল পাতার ভেঁপু 
 দূর্গার ভাঙ্গা আয়না 
 আর ছেড়া ঘুড়ি,ভাঙ্গা লাটাই ।





                          



  অন্তরঙ্গ

কতটুকু  চাইতে পারি তোমার কাছে 

কতটুকু তুমি দিতে পারো।
অবিরাম প্রশ্ন জাগে মনে 

জানি না তোমার মনেও কি 
কতটুকু উজার করে দিলে 

   তুমি হাত বাড়াবে 
রাত্রির আকাশ জুড়ে 
   লক্ষ্য তারার মালা    
  বসন্তের বাতাস ছুঁয়ে 
        
সম্পর্কের নিবিড়তায় অবিরাম অবিরাম হাতছানি 
বুকের মধ্যে টানটান ভালোবাসা 

তোমারও কি তখনি 
 সুখটান চঞ্চল শরীর 
সবটুকু উজার করে দিয়ে 
কতদূর যেতে পারো 

আমিও কি পারি 
 সব কিছু ফেলে 
অন্তরঙ্গ আনন্দে ভিজতে 

অনন্ত আনন্দধারায়।     


      
        
                          
হলুদ বসন্ত 
শীতের শেষে গাছে ডালে
নতুন পাতা জন্ম নিলে
তুমি এলে পলাশ শিমূলে
আমি একা ছাতিম বনে 
আসা যাওয়ার পথের মাঝে 
ডাইনে বাঁয়ে কোপাই ধারে 
বাজে একতারা বাউল সুরে
উড়ছে পাখি বাতাস রোদে 
মাঠে মাঠে ঘাষে ঘাষে 
ফুলেরা কী কথা বলে 
মন কেমনের মধু মাসে 
এখন বসন্ত দিনে দিনে কানে কানে 
লুকোচুরি খেলা ফাগুনে ফাগুনে
কৃষ্ণ  রাধাচূড়া আলিঙ্গন করে
এডালে ওডালে 
সবকিছু মুছে যাক 
শুধু হলুদ বসন্তে 
চুম্বনের দাগ




যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmai. com        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন