বুধবার, ৩ জুন, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ


                          ড. বিষ্ণুপদ জানা  


    দৃষ্টি সুখ 
           
 অমৃত আলোয় মায়া ছড়ালে
 দু'বাহু বাড়ালে...
 বন্ধন অক্ষয় হোক-  নাহি শোক
সদাস্মিত হাস্যমুখ ভরে গেল
 শ্রাবস্তীর কারুকার্যময় রূপ
অলকানন্দা জলে ভাসে
 হৃদ-কমল-  উন্মুক্ত নীল
নিরাময় রোদের মতো
আয়ু অক্ষয় ...
ঝরে পড়া যৌবনে নয়
শিহরণ জাগে- নবরূপ
 কাজল কালো চোখ
বাঁশির মত নাক
চাঁদের মত মুখপানে
আজও দৃষ্টি সুখ।


    অতীত  ঘ্রাণ  
  
মহীনের ঘোড়ারা চলনে নামে রাত
পরবাসী চাঁদের জ্যোৎস্নায় ধুয়ে যায়
মাঠ- ঘাট
পরম্পরা মেনে পিতৃ পুরুষের ঋণ
তর্পণ সারে যারা
শৈশবের দিন থেকে বার্ধক্য বেলায়
শ্মশান চিতায়, কড়িকাঠে মাথা দেবে বলে 
দুর্গা বাটি, সন্ধ্যা প্রদীপ, চণ্ডীমণ্ডপ
তুলসী তলা, হোমাগ্নির ঘ্রাণ
 জন্ম মৃত্যুর সন্ধিক্ষণ
 লাল পেড়ে শাড়ি,নাকে ঝরে পড়া
সিন্দুর- সিঁথিময় ঘাম
আজন্ম লেগে আছে
কমলে কামিনী সাজে
সাবিত্রী কিংবা বেহুলার সতীত্বে
পার্থিব  স্বামীর প্রাণে
এসবই...
অতীতের ধুলোমাখা ঘ্রাণ ।

    ভেজা মেঘ
 
বাড়ির উঠোনে স্বপ্ন সেঁচে
আঁধার
আকাশে ভাসে মেঘ
প্রশ্নচিহ্ন গায়ে মেখে একা একা
অন্তর্লীন বেদনা জাগায়-
 খরস্রোত বাতাস আগ্রাসী করে
শ্বেত জ্যোৎস্না সাক্ষী হয়
 অনন্ত সন্ধানের-
 নীলগিরি থেকে উজ্জ্বয়িনীর
 পথে উষ্ণতাকে সাথী করে
 পথ হাঁটে মন্দাক্রান্তার চালে প্রান্তিক প্রেমিকের মতো
উৎস থেকে মোহনা
ভালোবেসে
 হৃদয় নদী আজ অপেক্ষিতা জলজ সন্ধানে বর্ষা আসবে বলে
বর্ষার মন্ত্র জানা নেই
 তার বৃষ্টিতে ভিজবে না বলে।



 তবুও সভ্যতা জাগে।     

অনেক কান্না বুকে নিয়ে মা জাগেন
সারারাত ...
শরীর ও মনে পুড়ে যায় প্রেম
 রক্ত ঝরছে.... খিদে অবিরাম
 বস্তাবন্দি হাড়গুলো খটমট হচ্ছে
 রসদ পেলে জ্যান্ত হবে বলে
প্রান্তরে ক্ষতের গর্ত
সভ্যতার পোড়া ক্ষত
 উঠে আসে পার্থিব ধোঁয়া
 জীবনের ছাই মাখা অজস্র কঙ্কাল
তবুও সভ্যতা জাগে।



 প্রাপ্তির সন্ধানে বলাকার দল ...

তুমি বরং নীরবতা ভালোবাস
আসমানের কন্যাদের মত...
প্রেমের আলোকে উন্মাদ হয়ে
আদিম প্রান্তরে
দেহবতী নারী
মেঘলা দিনে দিগন্ত ভালোবাসে
 নিথর তোমার দেহ
 প্রবহমান সরোবর...
ছায়া মাখে রঙিন ডানার ক্যানভাস
জ্যোৎস্নারেনুর সখ্যতা মিশে যায় নিঃসঙ্গ বাতাসে পতঙ্গের শরীর থেকে ঘাম ঝরে পড়ে
ফেনিল সমুদ্রের মতো
কবিতার ছন্দ গদ্যের সৌখিনতা ভুলে
রম্যতা মাখে
পসারী দুপুর দুয়ারে দাঁড়িয়ে
 রোদ পোহায়
প্রাপ্তির সন্ধানে এক ঝাঁক বলাকা
উড়ে যায় পশ্চিম আকাশে।


   অপ্রকাশিত গদ্য ও পদ্য পাঠান
  আপনার অভিমত জানান
             bimalmondalpoet@gmail. com       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন