মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ


    
----------------------------
        মধুমিতা রায়
----------------------------  






আগুনের ইতিহাস...

চকমকি ঠুকে প্রথম আগুন জ্বালা,
তারপর কত আগুনের ইতিহাস,
কখনও আগুন ফাগুনে গিয়েছে মিশে
কখনও ফাগুন আগুনে হয়েছে খাক।






 লাবডুব...

যা বলবো ভাবি
কিচ্ছু বলা হয় না,
অথচ অপেক্ষারা 
মহাকাব্য লেখে রোজ,

অভিমান ভালবাসা নিংড়ে নিয়ে
হাজার লাইন সেজে ওঠে প্রতিদিন,
অথচ...

ওপ্রান্ত থেকে
তুমিও বলো কিছু 
খাপছাড়া  এলোমেলো কথা,

আসলে আমরা জানি
সেসব এলোমেলো কথার ভিতর
 একটা শব্দই লুকিয়ে থাকে।





পূর্বাভাস.....

দুপুরের আগুন
 পর্দা ডিঙানো তুমুল হাওয়ায়
বেসামাল হতে হতে 
ছাই হয় একসময়।

সে ছাই গোধূলির সোনালি  আলোয়
 উড়ে এসে মেঘ হয়
কপালে ঝুঁকে পড়া
চুলের বিষণ্নতা  মেখে।

তারপর  আলো নিভে আসে,
মেঘ গলে  তুমুল বৃষ্টি নামে।

আবহাওয়ার পূর্বাভাসে
সব বৃষ্টির খবর থাকে না।


স্রেফ চার অক্ষরের একটা শব্দ।






চির শ্রাবণ...

সেই চোখ  কিছু গান রেখে গেছে এইখানে
ঝড় আর ভূমিকম্পের
প্রলয় আর বানভাসির।

সেই সব গান
চেনা যত ছক ভেঙে
ক্যানভাসজুড়ে আঁকে নীল।

 কোনো এক  বৈশাখী ক্ষণে
চেয়েছিলে তৃষ্ণার জল,
আঁজলায় ভরা ছিল অঝর শ্রাবণ।

নিবৃত্তির পথে হেঁটে যায় পথ,
ক্যালেন্ডারে উড়ে যায় 
সময়ের  পাখি।

কদমের রেনুজুড়ে বাঁশির গন্ধ ভাসে
 হেসে ওঠে ঝলমলে সবুজ প্লাবন। 

শ্রাবণ কবেই বা বৃষ্টির অপেক্ষা করেছে!





  স্পর্শ..

গীতবিতানের পাতাগুলো 
আমার চারপাশে ওড়ে,
শব্দরা ঝাপটা মারে বুকের ভিতর
অন্তরা আর সঞ্চারীরা ভিড় জমায়।

আমার বারান্দায়,আমার ছাতবাগানে,
আমার স্নানঘরে
জমতে থাকে শব্দের সুবাস।

বেসুরো আমি সেই সব
অলৌকিক শব্দকে ছুঁয়ে
ডুবে যাই অনির্বচনীয় সুখে।

চন্দনের গন্ধে ভরে ওঠে
গোধূলির সোনালি আলো।




  
  গাছ এবং...


তুমি সত্যি  জান
তুমি গাছ নও?

আমি তবে তোমার কাছে এলে
কেন ফুলের গন্ধ পাই?
কেন পাখিদের ভালবাসার শব্দ শুনি?

তুমি বল তুমি গাছ নও,
তবে তোমার হাতদুটোকে
কেন আমার শাখা মনে হয়?
কেন মনে হয়
আশ্রয় পাব,

তুমি কি সত্যি জান
তুমি গাছ নও?




অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail. com      










1 টি মন্তব্য: