সোমবার, ১৫ জুন, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ

                                                     রামকিশোর ভট্টাচার্য 


   অপেক্ষা 

মধ্যরাত ৷ ঘুমিয়ে থাকা নৌকার দল স্বপ্ন দেখে -
ঘাটে এসে দাঁড়িয়েছে একা এক মুভি ক্যামেরা ৷
সীমান্তের বিপরীতে ছোটো ছোটো  প্রতিজ্ঞা চকচক
করে ৷ সব ছবি এগিয়ে যাবে স্রোত ধরে ঠিক ৷
কোনো দায় নিয়ে ফিরবে না প্রাচীন শহরে ৷ কারা
অশ্বারোহী হবে ! মাসান্তে পাঠাবে কিছু রঙিন কাগজ
মৎস্যকন্যাদের নামে ! রূপকথা ডানা ঝাপটায় দূরে ৷
আর তুমি ধ্রুব কোথাও একটা সাদাকাগজ নেই বলে
জলের গায়েই লিখে রাখো কোনো এক বেনারসি আর
সেই নাকছাবির কথা , যে তোমায় মরূদ্যান দেবে...




  মরশুমি

বহু ছাইস্তুপ ঘেঁটে আনা হল তোমাকে,রাখা হল থিরথির হৃদমূলে
আহা হৃদি বাহা হৃদি বলে গান গেয়ে উঠল
আশা আকাঙ্ক্ষার দল, আধপোড়া হাওয়ারাও চতুর্দশপদী সুরে
বেজে উঠল ক্ষতস্থান ঘিরে ৷ এসময় সবাই রেণু-রেণু
কৃষ্ণভাব ছড়িয়ে প্রতিকৃতির তোষণ করে ৷ রিপুর আড়ালে তখন
তানসেনীয় দীপক ৷ ইশারা-বৃষ্টির অধ্যায় শুরু হবে ভেবে
মরশুমি মাছেদের খেলা বেড়ে গেল ৷ এবার একটু 
ঝুমুর হবে
কিম্বা রক্তাপ্লতায় কিছুটা ইমন ৷ সমস্ত রাগ কেলাসিত 
গাণিতিক ভূমিকাটিও বাজো বাজো কালস্রোতে
ভেসে যাবে ...শুধু
সেই বিনীত প্রাঙ্গণে কয়েকটি বুদবুদ আর তুমি
ছেলে খেলার ঢঙে...


.

   একদিন

অদ্ভুত এক আলো ভিজিয়ে দিচ্ছে আমায় ৷ আর
দিনের পর দিন আমি রাতের কথা লিখছি -
সমস্ত আকাশে ৷ রক্তগন্ধা ফুল নিয়ে অপেক্ষা করছি
সেই নদীর কিনারায় , যেখানে জন্মজন্মান্তরের দীর্ঘশ্বাস
ঢেউ আঁকে প্রতিদিনের হাত ধরে ৷ আমাদের
পরম্পরার গল্পরা শুয়ে আছে ওই নদীর অন্তরে ৷
মা আমাদের আগুনবলয় ৷ একদিন রহস্য শেষ ৷
একদিন সবুজ সংকেত ৷ অশ্রুমোচনের সব দাগ
আগুন গন্ধ মেখে উঠে আসবে জীবনের উজান ভাটায়...





   সম্পর্কের ছবি

সাজিয়ে রেখেছি দুঃখী সম্পর্কের ছবি
সাজিয়েছি শুকতারা নাকছাবি কথাও
অম্ল ও ক্ষারে তুমি ধর্মদিনলিপি
বন্ধুতালিকায় দিলে বাঁশিটির নামও ৷
এখন শীতের মাস , রোদগন্ধ মেখে
বসে থাকো পুরাতন ভোরের রেওয়াজ...





    কষ্টের হিসাব

তোমাকে ইমন ডাকি, তোমায় বেহাগ
তুমি ভোরজন্মের সবুজ আহীর ভৈরব,
জীবনের দু-পাশে আজ বাজবে ভালোবাসা,
সৌরবাদী মনরাও জানাবে সম্প্রীতি ৷
প্রাঃভ্রমণে যাওয়া বান্ধবী সেতার
তোমাকেই দেব তবে প্রণয়প্রস্তাব ৷
আলপথে চলো যাই মধ্যদুপুর
নোটবইয়ে  মেলাব না কষ্টের হিসাব...





ভালোলেখা প্রকাশই আমাদের একমাত্র কাম্য
অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail. com           










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন