রবীন্দ্রনাথ চক্রবর্তী
নিজেকে মাপা
নিজেকে প্রতিদিন মাপতে মাপতে চলেছি
প্রশ্ন করি মনকে একান্তে
কতটা সে আমার হ'য়ে থাকে ,
কতটাই বা অন্যজনার !
আসলে ভিতরে ভিতরে শুধরে নেবার রিমেকতো চলতেই থাকে
বসন্তে বসন্ত,বর্ষায় মিয়া মল্লার গাইতে গাইতে
ভাঙ্গামন ফাটামন রোদ জলে গড়াপেটা করতে করতেইতো এগিয়ে যাওয়া !
অনেক কিছু না পাওয়াকে ভোকাট্টা করেই তো নূতন সকাল দেখা !
অলংকরণে - বিমল মণ্ডল
চড়ুই জীবন
ছিল এক চড়ুই জীবন ভ্রাম্যমাণ
হাজার হাজার বছরের অভ্যাস
এ ঘর থেকে অন্যঘরে ফুরুত করে যাব উড়ে
সামনেই খোলা প্রান্তর
বিস্তৃত সবুজ আর সবুজ দীপ্যমান !
কার ঈশারাতে সূর্য চন্দ্র তারা ঘুরছে
কার ইচ্ছায় পৃথিবীর বুকে রোদ বৃষ্টি আলো ছায়া খেলছে !
কোন ঈশারায় বাতাস থমকায় !
কার অঙ্গুলি হেলনে সমুদ্র আজ উত্তাল !
তবু প্রভাত পাখির গান ওঠে আকাশজুড়ে !
ভোরের শিশির ঝরে পড়ে টিপ টিপ টুপ টাপ
সে কি পৃথিবীর কান্না শুধুই !না তার এক অন্য গান ?কেইবা বোঝে !
আজও সঠিক জানা কি গেছে
অন্ধকার থেকে আলোয় কিভাবে এসেছি আজ ?
কিছুটা বোধ যা দিয়ে গেছেন নিউটন,
বাকিটা এই তো সেদিন দিয়ে গেলেন বিজ্ঞানী হকিং!
গত সন্ধায় দুটি কবিতা দিয়েছিলাম !
আজ বাকি তিনটির জন্য বসেছি সকালেই !
অলংকরণে - বিমল মণ্ডল
এক হৃদয়হীন প্রতি
এই আকাশকে আমি চিনিনা
কেনো সে আজ ধূসর মলিন
এই যে বাতাস তার স্নিগ্ধ স্বরূপ শ্বাস নিয়ে যাই
কেনো সে আজ এতো ভারী,কেনো সে এতো বিরূপ !
এ কার দীর্ঘশ্বাস !
রুদ্ধ পথের সামনে আমরা সবাই ?
যে পথ দিয়ে হেঁটে গেছি কত শতবার
যে পথে গেছে আমার পূর্বসুরি কত কত সব
আজ সে পথে কেনো হয় নিষেধের !!
কেনো সে আজ এতো অচেনা ঠেকে !
এ দেশের আমরা কি কেউ নয় ?
এতো স্খলন,এতো নৈতিকতার অবনমন
কি ভাবে যাব পেরিয়ে
সামনে রুদ্ধদুয়ার !!
এই দেশ কি তবে
আমার নয় !!
অলংকরণে- বিমল মণ্ডল
যারা ছেড়ে গেছে আমায়
শেষমেশ ছুটি দিলাম তাকে
যেনো সে মুক্ত বিহঙ্গ হয়
যেথা মন চায় পাখা মেলুক সে আপন ইচ্ছায়
ভালবাসার নূতন সখা সে খুঁজে নিক এবার !
কোন জোরে আর তাকে বেঁধে রাখবো বলো ?
হৃদয়ের তার ছিঁড়ে সে যেতে চায় যখন
কি জোরে আর তাকে বাঁধি বলো মন খাঁচাতে!
কখনো কোনো বর্ষা রাতে আসবে ভেসে রাতের মেঘ,
গাইবে সে মেঘ, নয়তো মাল্লারে মন্দ্রিত স্বরে !
ফেলবো না কোনো দীর্ঘশ্বাস, জানাবোনা
কোনো অভিমান !
জোর করে খাঁচায় তাকে আর বাঁধবো না !
অলংকরণে- বিমল মণ্ডল
এইতো জীবন !
তুমি কি জানতে না আগে জীবনের সঠিক সংজ্ঞা হে বিদায়ী প্রেমিক
কেনো বোঝোনি আগে এ জীবন সুখি হাস্যময় যতটা
তার চেয়েও বেশি লাঞ্ছনা, বঞ্চনাময় !
প্রতিক্ষণেe বন্ধুরুপী হায়নার সাথে দিতে হবে হাতে হাত !
কেড়ে নিতে চায় যারা সুখের রাত্রি !
হয়তো আকাশময় তখন দীপের উজ্জ্বলতা
তুমি মুগ্ধ নয়নে খুঁজে চলেছ প্রিয় তারকার মুখখানি !
তোমার স্বপ্ন সফল হতে পেরুতে হবে
দীর্ঘ কণ্টক পথ !
নয় সে কুসুমছড়ানো সে পথ !
জীবন মানেই এক জীবনে, অনেক অনেক যুদ্ধ !
জীবন মানেই শত শত ক্ষুদ্রতার মুখোমুখি নিত্য !
জীবন, আসলে এক অসীম যুদ্ধের শেষে একটি সাঁঝের বাতি !
মিললেও মিলতে পারে প্রিয়ার এক চিলতে হাসি !
যে আলোয় ভেসে যাবে তুমি, তোমার যৌবন !
যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail. com
দুটি সংশোধন প্রয়োজন !
উত্তরমুছুন"চড়ুই জীবন "
কবিতার শেষে কবির ব্যক্তিগত কথা
দ্বিতীয় সংশোধন
"এইতো জীবন "কবিতায়
একটি small 'e'
সেটিকে মুছতে হবে
এবং আমার নূতন email
rabinchak66@gmail.com
hobe
দুটি সংশোধন প্রয়োজন !
উত্তরমুছুন"চড়ুই জীবন "
কবিতার শেষে কবির ব্যক্তিগত কথা
দ্বিতীয় সংশোধন
"এইতো জীবন "কবিতায়
একটি small 'e'
সেটিকে মুছতে হবে
এবং আমার নূতন email
rabinchak66@gmail.com
hobe