শুক্রবার, ১৯ জুন, ২০২০

গুচ্ছ কবিতা



         
                
                         ঋ ত্বি ক  ত্রি পা ঠী 




চক্র


আকাশকুসুম ভেবেছি চাকা 
মাদুর ঘরের উপমায়, সে তো সত্য 
সে তো মিথ্যা। দিন ও রাত্রির আদল

আকাশকুসুম ভেবেছি মায়া 
পুড়েছে চোখ হৃদয় প্রতিমা 
সেও কি মিথ্যা, সেও মিথ্যা!

দিন ও রাত্রির আদলে 
চক্র, চক্রে বৃদ্ধি মৃন্ময়ী ও   কান্না।



 সহজ কবিতা


পত্রিকা সম্পাদনায় চাই কাগজ 
কাগজের জন্য গাছ।

অথচ কোনওদিন অনুভব করিনি দায় 
নিজের হাতে লাগাইনি চারা।

পত্রিকার পাতা থেকে উঁকি দিচ্ছে
ভুল বানান 
আমরা বলছি, ছাপার ভুল 
ছাপা মেশিনের জিভ টেনে নিচ্ছে 
সাদা পাতা ...

সব রং মিশে বর্ণহীন অথচ--
অনূদিত ত্বকেরও চাই শুশ্রূষা

সহজ কবিতা আর সহজ থাকছে না 
শুকিয়ে যাচ্ছে চারাগাছ।








    দেশ সন্ধি

স্বাক্ষরিত চুক্তিশেষে ফের নিপাতনের সন্ধি
নিজেই নিজেকে বলি, অক্ষয় হােক মানস ও প্রতিমা 
সবকিছু নয় ব্যাখ্যার অধীন, ক্লান্তিময় স্বস্তি
শূন্যের মধ্যেই আবিষ্কার, কলম্বাসের ভূগোল 
নবজাগরণের দণ্ডাদেশ, দুপুরবেলার নির্জনতা...
অক্ষয়-প্রকৃতি-ভ্রমণ শেষে নতুন নতুন প্রজ্ঞায়
নিজেকেই বলি, এসো, ডালে ডাল জড়িয়ে লতা
পাতায় পাতায়, নির্ভরতায় রঙ্গবঙ্গে বাঁচি ... 
হােক নিপাতন সন্ধি, দেশ মানেই তো নতুন…



   দিনলিপি 

শব্দের অনুষঙ্গ। হতে পারে প্রলাপ।
একটা সময়। তার আগে কিছু নেই। পরেও শূন্য। খণ্ড এক আয়ুর প্রতিমা। অন্ধকারে তার চোখ জ্বলে। মাথায় আগুন। সারা গায়ে ছাই। বাতাসে ছড়িয়ে পড়ছে মনখারাপ। মুখােমুখি দাঁড়িয়ে কে ওই!


সমান্তরাল দুটো মানুষের লড়াই। অথচ উভয়েরই অন্তরে  লুক্কায়িত গোপন কিছু। কী সহজ এই ওঠানামা। ওপর নিচ। যেন এক সিঁড়ি। জন্মসিঁড়ি। ওপর থেকে নেমে আসছে সময়। নিচ থেকে ওপরে উঠে যাচ্ছে স্মৃতি। আশ্চর্য নততল। অতুলনীয়। কারণ এর আদি অন্ত নেই। যেখানে দাঁড়ানো যায়, তার সব স্থানেই ওই এক।

এ যেন বর্ণ ধ্বনি শব্দ সমবায়। দিনলিপির কালযন্ত্রণা। কাল ঢুকে পড়ছে মহাকালে।

এ সব প্রলাপ। শব্দের অনুষঙ্গ। তা হােক…





    একদিন

এক একদিন শুধু ওঠে বেজে
অনন্ত বিষাদ ছুঁয়ে ফেলে আকাশ

আমরা ফের গাছের কাছে দাঁড়াব
নিজের কাছেও ফের

বৃষ্টি শেষের রাতে সরব হবে ধ্রুবপদ
বিষন্নতার জাহাজে গোপন ঢেউ
দাউদাউ জ্বলে পুড়ে ছাই হবে ছাপাখানা

আমরা ফের শাক্ত পদাবলী খুলে 
আবিষ্কার করি ভক্তের আকুতি, নিজেকেও

হলুদবনের নক্ষত্রজাগা রাতে
প্রুফসংশােধনের এই আমাদের আঙুল
হয়তোবা খুঁজে পায় নির্বিকল্প  আকাশ,, একদিন…







   সহজ কবিতা - দুই

সকাল থেকে গান বাজে 
একা একা গান বেজে যায়

আমরা শুনি, আমরা শুনি না 
কাজ বাড়তে থাকে, অজুহাত 
বাড়ে, গান বাজে একা...

কাজের মধ্যে আমরাও একা

ঘরের মধ্যেকার বিষয় আশয় 
বস্তু আকর্ষণ, ডাস্টবিন, সবাই 
আমাদের দিকে তাকিয়ে থাকে 
আর বারবার অবাক হয়...

আমরা গানের পাশাপাশি 
অথচ, কী নির্লিপ্ত








   দিনলিপি


আমারও কিছু নিজস্ব বােধ আছে। এই যেমন -- 
আমি বিশ্বাস করি না একটা মানুষকে আস্ত গিলে 
হজম করা যায়। সে অজগরও পারে না 
মানুষ হজম করা সহজ নয়, তাও আবার আস্ত মানুষ

হেরে যাওয়া মানুষেরও থাকে এক জগৎ 
সেখানে পৌঁছানোর অনুমতি নেই, তবে
কেউ যদি নত হয়, শরীর বাঁকিয়ে মাটির সঙ্গে মিশে যায় 
কেউ যদি অন্ধ হয়ে যায় চিরকালের মতাে
কিংবা বধির--আজীবন কিছু শুনবে না বলে প্রতিজ্ঞা করে 
তাকে অনুমতি দেওয়া যেতে পারে।

আসলে মানুষের কাছে মানুষই পৌঁছাতে পারে
অজগর নয়, তাও আবার আস্ত গিলে খাওয়ার মানসিকতা যদি তার থাকে।





    কথা ও কাহিনি


প্রাণ তুলে নিচ্ছে ঈশ্বর-রাগ
সহজ সরল খেলা স্বপ্ন উড়ান 
প্রাণ তুলে দিচ্ছি ভক্ত অনুরাগ

শিরােনামে উড়ছে গ্রাম দেশ 
রক্ত গোলাপ মানে শয়তান
নিজেকেই বেঁধেছি নিজে বেশ

অপমান সব কুশল বিনিময় 
ঋতুচক্রে পটবদল প্রণাম
নীলকণ্ঠ আমাদের অনুনয়

ঘুমােও দেশ এক সন্ধ্যায় ভাের
সিনেমার মতাে দারুণ অ্যাকশন
ফের নতুন গল্পের নায়ক, তাের

দেশে আছি মাছি মশার বাহিনী
প্রিয় পাঞ্জাবিসমূহ খান খান
কথা শেষ, কী দাঁড়াল কাহিনি!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন