শনিবার, ৬ জুন, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ


                        মানসী মিশ্র হালদার




আগামী

সূর্য মাখা রোদ ছুঁয়েছি
সকাল বিকেল দুপুর,
আকাশ জোড়া চোখ মেলেছি
সাগর নদী পুকুর ।
গাঁয়ের আলোয় হাট বসেছে
মৌন সবার মুখ
কে কাকে আর চেনে কাকে
কার যে কিসে সুখ-
হাতড়ে বেড়ায় সবাই দেখি
হাতড়ে বেড়ায় পৃথ্বী
অতীত শুধুই গল্প হবে
আগামীতেই শক্তি ।




প্রণাম

তুমি অনেক করেছো যুদ্ধ
এত যুদ্ধ আমি দেখিনি কখনো।
এমন তুফান আসেনি কখনো আগে
অপরিসীম শক্তি তোমার
বেঁচে থাকার অদম্য লড়াই
বেঁধে রাখার অগাধ প্রয়াস
বুঝি শুধু তুমিই পারো -
হে আমার সহজ শ্যামলী মা
তোমায় প্রনাম!


 নীরব

চারিদিকে এত হাল্কা আমেজই কি
ভেতরে আনে শক্তির প্রচন্ড প্রহার?
সোস্যাল ডিসটেন্স?
নাকি সোস্যাল পলিটিক্স?
কে যে কার গলা চেপে ধরে
বোঝাই ভার!
একদিকে আর্তনাদ অন্যদিকে জমায়েত
কেউ বা ছুটছে বাইরে
কেউ বা ভেতরেই সুখী পরিবার -
কারো মুখে ভাষন
কেউ করে সম্ভাষণ
দ্রুত অস্থিরময় পরিস্থিতির উত্তাল ঢেউ -
আমাদের শুধু দু'চোখ দিয়ে দেখা নীরব পৃথিবী!




ভালোবাসি

জয়ের আবেগে মাথা পেতে নিয়েছি পরাজয়
ভালোবাসি তাই ।
অবিশ্বাসের আগুনে পুড়িয়েছি বিশ্বাস
ভালোবাসি তাই ।
জীবনের প্রতিটি মুহূর্তে হয়েছি ক্ষয়
ভালোবাসি তাই ।
সত্যের লড়াইয়ে মিথ্যা পেয়েছে জয়
ভালোবাসি তাই ।
এত ভালোবাসা কোথা থেকে আসা
কোন সে সুদূর অন্তরাল
ভেজা পথ ভাঙা রোদ
এ হৃদয় হোল কাল!
তবু পথ চলি
তবু হাঁটি পথ
গভীর গভীর যন্ত্রনায়!


সুখ

বাগানে আমার ফুটেছে যে ফুল
ফলেছে যে ফলের বাহার
সে বুঝি শুধুই আমার ।
চোখে চোখ রেখে ওরা মিষ্টি হাসি হাসে
শাখাগুলি দুলিয়ে দিয়ে
আমায় ভালোবাসে।
আমি প্রান পেয়েছি মান পেয়েছি
পেয়েছি শক্তি বিশাল
আমি নতুন করে সুখের ভারে
হয়েছি বিশ্ব কাঙাল ।



অপ্রকাশিত গল্প ও পদ্য পাঠান
অভিমত জানান
        bimalmondalpoet@gmail. com    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন