ফাগুন হাওয়া
চৈতী বাতাসে উড়লো ধুলো
গাঁয়ের মেঠো পথে
ফাগুন ঝরা দিনের শেষে
বসন্ত এলো হলুদ গাঁদার রথে
ফাগুন হাওয়ার দোলায় দুলে
প্রকৃতি আজ মাতে।
গোপন প্রেম
বেদনার কোরিডোরে এক চিলতে সুখ
সুর খুঁজে বেদনায়
আকাশে চাঁদ ভরা পূর্ণিমা হাসে
কামিনি হাসনাহেনা সৌরভ বিলায়।
রাত্রির কানে ডাকে কুহেলিয়া
গোপন প্রেম বেদনা জাগায়।
শিকার
ভেসে চলে মাছগুলি
বর্ষার জলে
থই থই জলকেলি
খালে আর বিলে।
মাছেদের কিলবিল
বর্ষার স্রোতে
ক্ষুধার্ত বক শিকারির মত
আছে ওত পেতে।
যেই না একটি মাছ
এলো নাগালে
খপ করে ঠোঁটে নিলো
পুরে নিলো গালে।
কষ্ট
অবজ্ঞার ডালিতে সাজিয়ে দিয়ে
বললে তুমি কঠিন কথা
রোজ নামচায় সাজানো আছে
চোখের জলে গড়িয়ে পড়ে সকল ব্যথা
সুখেই থাকো, তর্কে আমি নেই
পাঠিয়ে দিলাম গভীর কষ্টকেই।
আর্তি
মুক্তা মিলেনা অসময়ে লক্ষ ঝিনুকে খুঁজলে
আঁধার রাত্রি হয় না ভোর আলো হারালে।
চাঁদ হারায় জোছনা, অমাবস্যা রাতে
কষ্ট জমে বুকের গভীরে, স্বজনের ঘাতে।
অতৃপ্ত মানুষ পায়না সুখ কষ্ট তার সাথী
দুখে যন্ত্রণায় কাটায় সময় নিভে জীবন বাতি।
যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail. com
চমৎকার সংখ্যা। দেখে ও পড়ে মন ভালো হয়ে যায়।
উত্তরমুছুন