রবিবার, ১৪ জুন, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ






--------------------------------  
শঙ্কর তালুকদার
--------------------------------  



         





    মানুষের ছবি


ছবির আঁচড়ে তো মানুষ হয়না, হয় দু'পেয়ে জানোয়ার-
পাখিরা সেখানে রঙে ও পালকে মাধুরী সে বারবার!
চারপেয়ে হলে বেড়ালই ভাল, বাঘ হলেই জ্বালা বেশী;
সবুজের ওপারে ভাগ বাটোয়ারা,সে জমকেও মেশামেশি!
আর বাকি যারা, হরিমটরই তো- মানুষে খায় যে সব!
এর চেয়ে ভাল গাছপালাগুলি, মাটি-জল পেলে নীরব!
সবুজে ভরানো ক্যানভাসখানা, প্রাণ খোঁজা নিরবধি
তুলির আঁচড়ে প্রকৃতির ছবি,সে ভরেনি আজ অবধি!
ভাবনা মনের কিনারা ছাড়িয়ে- প্রাণের সে অন্তিমতায়
পরিবেশ কেবলই নিয়মে রেখে, মাতো সবে সভ্যতায়-
মানুষ সবার তদারকি করে, যদিও সে কেবলই একজন-
জীবেরা মিলেই তো প্রকৃতি গড়ে, মানুষ সেখানে কোন জন?
তদারকি ভাল, নীরবে হলে- সাড়া পৃথিবীরই হোক না-
জীব জড়ে মিলে পৃথিবীটারই ক্যানভাস ভরে থাক না!




    প্রকৃতি ও মানুষ


মেলেনা কিছুই তবু মিলে আছে,
যেন মালিকের মত হাব ভাব
সকলে মিলেই তো প্রকৃতি হয় যে,
তবু একা লুটে নেবার প্রস্তাব!
এত লোভ মনে নিয়ে উন্নতি করা,
বুঝি মোটেও সহজ নয়তো-
ধ্বংসই তাই দেখি অবশ্যম্ভাবী,
হেথা মানবতা রইল না হয়ত !





   সবুজ প্রকৃতি ও আভিজাত্য


দেখি প্রকৃতির ও প্রাণের ই মাঝে
যখন সত্যি আবেগগুলি মেশে-
মাটির কাছে ও যে আপন আবেগ,
এমন ই করেই তো সে আসে!

তাই, নিজ খেয়াল,রেখে আপন ঘরে,
যত ই না হোক সীমিত রয় সে-
তবুও স্বার্থক রূপের সে অভ্যাস পরে-
মন ও প্রাণ জুড়ে কেবল ই তা ভাসে;

কৃষিকাজ এমন ই সে রাজার মত,
মিলে মাটির গভীর সে ভরসায়-
প্রকাশের সব সবুজ ই প্রাণের যত
আলো আর শক্তির সেই আয়নায়!

সে প্রাণ ও প্রকৃতি, মিলে একই বেশে
যা কেবল মনের মাঝেই শুধু বসে !
আর তেমন খেয়াল ও সত্যিই যে শেষে
কেবলই রয়, আভিজাত্যের বেশে-



   আত্মার দধীচি

তোমার অনন্ত সে দিনে,
আলোর ই সে মন্দিরে,
থাক খুশীর জোয়াড়!

প্রত্যক্ষ এখুনি যে করি,
অনুভবে যা বিভাবরী,
সে সময় গোনার!

যদিবা সেই বাস্তব মাঝে,
সে আলোর ঝড় থাকে,
সেথায় ই আমি-

বস্তু নয় যে, ভাব সে তো,
কেবল অনন্ত অসীম,
তাই অপার্থিব রই!

যেন এমনই সে অন্তর্যামী!
মিথ্যা অহংকারে ভাসি,
সময়ের নাগপাশে,
শূন্য আছে জানি-

তবুও যে আলোই খুঁজি,
না পাওয়া সে অন্তরে,
মোর সব আছে বুঝি !

প্রেরণায় থাকে সে যদি,
র'য়ে অনুভবে শুভ মতি,
সে তো আত্মার দধীচি!





    জীবন নদীর কুল

যে সমুদ্রে সুখের তরী
ভাসতে মনে দোলনা চড়ি,
সেই দরিয়ায় ই জীবন রে ভাসাই-
সময় কালের দেয়াল ভেঙে,
সেই হৃদয় নদীর পার গড়ে কই,
আমার মোনের কিনার তবু ও না পাই-
একুল ভাঙে ওকুল গড়ে যে ঐ...
মনের গভীর হুতাশ বেয়েই তো তাই-
সোনার গাঁয়ের নদীর পথে নাও ভাসিয়ে যাই!



অপ্রকাশিত লেখা গদ্য ও পদ্য পাঠান
আপনার মতামত জানান
    bimalmondalpoet@gmail. com          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন