শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। জানুয়ারি সংখ্যা।। ।। বিষয় - শীত মানে-ই পার্বণ -২।। শীতের ধান্দা —প্রভঞ্জন ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


         ।। প্রতিদিন বিভাগ।। 

        ।। জানুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - শীত মানে-ই পার্বণ -২।। 




শীতের ধান্দা

প্রভঞ্জন ঘোষ


শীত ভাবে রুক্ষতা
ভ'রে দেবে প্রাণে,
শাকসবজির বরে
দেহ চনমনে!

শীত ভাবে ক'রে দেবে
ঠান্ঠায় কাবু,
লেপ-কম্বলে দেহ
স্বাভাবিক তবু।

শীত হায় সেঁটে দেয়
সমস্ত দ্বার,
তারা ভরা খোলা তবু
আকাশ উদার-

শীত বুঝি পারে কভু
আটকাতে পা ?
পা বলে উৎসবে
যেথা খুশি যা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন