।। প্রতিদিন বিভাগ।।
।। ডিসেম্বর সংখ্যা।।
।। বিষয় — নতুন চাঁদ।।
চাঁদ
সঞ্জয় রায়
যখন কবিতা লিখি
চাঁদের নরম গায়ে চাঁদ
লেগে যায়।
দেহ শূন্য হয় সাদা পাতা।
যখন কবিতা লিখি
মহাজাগতিক এক বোধ
কাজ করে।
হয়তো ফিকির নেই জেনে
ফকির হয় মন।
চাঁদের নরম গায়ে চাঁদ লাগে
কলম সুজন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন