সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। অলোর উৎসব—৩।। আলোর উৎসব — দুরন্ত বিজলী।।Ankurisha।। E.magazine।। Bengali poem in literature।।



          ।। প্রতিদিন বিভাগ।। 

          ।।  অক্টোবর সংখ্যা।। 

           ।।  অলোর উৎসব—৩।। 




আলোর উৎসব 

দুরন্ত বিজলী 

ভোরের অস্পষ্ট আঁধার সরিয়ে 
মুখ তুলেছেন আলোর রাজা
কাশফুল ভিজে আছে রাতের বৃষ্টিতে 
শিউলি ভিজে ঘাসে লুটোপুটি 
মেঘ ছুঁয়ে গেল রাজার চরণ 
আবছা আলো আবার বৃষ্টি 
বৃষ্টির পর আবার আলো ছড়িয়ে 
দিতে দিতে রাতের দিকে ছোটা
অন্ধকার নেমে এলে জ্বলে ওঠে 
নিয়ন আলো মোমবাতি অমানিশার
বুক চিরে ফুলের রোশনাই 
আমাদের মা কালো পায়ে আলোর 
নূপুর পরে নেমে আসছেন এই পৃথিবীতে 
তাই আলোর রাজার মহাআলো নিভে গেলে 
আলোর ঝরনাধারায় আলোময় চারিদিক 
আকাশের তারার চিরন্তন আলোকে 
মিশে সে আলো আমাদের সব কালো 
মুছে দিয়ে ভালো ভাবে বাঁচার আশ্বাস 
ছড়িয়ে দেন এই দীপাবলি উৎসবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন