বুধবার, ১ অক্টোবর, ২০২৫

প্রতিদিন বিভাগ।। ।। সেপ্টেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা — ২২।। মা আসছে — সোমা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




   ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  সেপ্টেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় - মা —   ২২।।




মা আসছে 
সোমা চক্রবর্তী

তোমার ঐ রাগত  ঘৃণা ভরা  চোখ নিয়ে 
আমূল বসিয়ে দিলে যে ত্রিশূল খানি
অসুরের বুকে 

মা

ঠিক তেমন করেই আজও তুমি 
ঐ ত্রিশূল দিয়ে 
অসুর সংহার করো।

মানুষের  মনে আজ অসুরের বাসা 
তুমি অসুর বিনাশ করো 
দশ প্রহরিণী অসুর বিনাশিনী  হয়ে।

চণ্ড-মুণ্ড  বধ করো 

মা 

দেখতে তো পাও অসুরদের? 
পৃথিবীতে বাজুক মঙ্গলঘন্টা 
আকাশে বাতাসে শঙ্খ  বেজে উঠুক
পৃথিবীর  মঙ্গল করো

মা

রাঙা পায়ে জননী আসছে
এ বারতা শিউলি'র গাছে 
ঐ আকাশে, কাশের বনে,আসছে

মা 
আসছেন

জয় জয় হে মহিষাসুর  মর্দিনী
রম্যকপর্দিনী  শৈলসুতে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন