।। প্রতিদিন বিভাগ।।
।। সেপ্টেম্বর সংখ্যা।।
।। বিষয় - মা আসছেন— ১১।।
যেই ফোটে কাশ
বিশ্বেশ্বর রায়
হঠাৎ সকালে কয়জনা মিলে
বাহির হয়েছি পথে,
নয় দূরদেশে পুণ্যের আশে
গগনে দিব্য রথে।
যাইনি দেখিতে দূরে পর্বতে
গিরিচূড়া অতি উচ্চ,
দেখিতে গিয়াছি খুব কাছাকাছি
শুধু কাশফুল গুচ্ছ।
প্রান্তর জুড়ে দুলছে সমীরে
রাশি রাশি শ্বেতশুভ্র
দিগন্ত রেখা ছুঁয়ে যায় দেখা
ছুঁতে চায় নীল অভ্র।
কতো অনাদরে মাঠে প্রান্তরে
ফুটে থাকো দীনহীন,
কী শোভা তোমার অন্তর-বার
হয়ে ওঠে অমলিন।
যেই ফোটে কাশ মেঘলা আকাশ
হেসে ওঠে খিল খিল,
সেই পথ বেয়ে নেমে আসে মেয়ে
সেজে ওঠে মঞ্জিল।
-- --
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন