বুধবার, ২০ আগস্ট, ২০২৫

প্রতিদিন বিভাগ।। ।। আগষ্ট সংখ্যা।। ।। স্বাধীনতা — ৪। রক্তের বিনিময়ে ওঠা সূর্য — তারাশংকর দে।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




  

     ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  আগষ্ট  সংখ্যা।। 

     ।।  স্বাধীনতা  — ৪।।















রক্তের বিনিময়ে ওঠা সূর্য
      তারাশংকর দে 



তুমি যখন হাঁটছিলে
বুকের ভেতর গর্জন তুলেছিল সমুদ্র—
পায়ের তলায় কাঁটা, মাথার ওপর বন্দুকের মুখ,
তবু পিছিয়ে যাওনি।

তুমি জানতেছ—
ফিরে এলে হয়তো আর থাকবে না তোমার নাম,
কেউ হয়তো বলবে,
“একটা বোকা ছেলে, স্বপ্নে মরেছে।”
তবু তুমি এগিয়েছিলে,
কারণ স্বপ্নের দাম রক্ত দিয়েই মাপা যায়।

যে ভোরে তোমার শরীর মাটিতে লুটিয়ে পড়ল,
মাটি যেন লাল শাড়ি পরে
অঙ্গীকার নিল—
তোমার রক্তের রঙে রঙিন হবে ভবিষ্যৎ।

আজ শহর সাজে,
পতাকা উড়ে,
গান বাজে—
কিন্তু আমার কানে
তোমার শেষ নিঃশ্বাসের শব্দই ঢেউ তোলে।

তুমি তো চেয়েছিলে
আমরা যেন মাথা তুলে কথা বলি,
ভয়কে জয় করি,
সত্যকে আলিঙ্গন করি—
তুমি তো চেয়েছিলে স্বাধীনতা হোক
একটি খোলা আকাশ,
যেখানে কারও স্বপ্ন কারও হাতে বন্দি নয়।

শহীদ, তোমার নামে আজ যে ফুল পড়ে,
তা শুধু প্রথা নয়—
তা এক প্রতিজ্ঞা,
যে আমরা তোমার মৃত্যুকে
কখনও অবহেলায় ঢেকে রাখব না।

তুমি নেই, তবু আছ—
প্রতিটি রক্তিম ভোরে,
প্রতিটি পতাকার দোলায়,
প্রতিটি বুকে জাগা সাহসে—
তুমি দাঁড়িয়ে আছো,
যেন স্বাধীনতার চিরন্তন প্রহরী।
পথের ধুলোয় আজও লেগে আছে
অচেনা বুটের শব্দ—
ইতিহাসের পাতায় তারা বন্দি,
কিন্তু আমার ভেতরের কুয়াশা সরে না।

লাল-সবুজ-গেরুয়া মেলে ধরে আকাশ,
তবু বুকের ভেতর হাওয়া আজও ভারী—
যেন স্বাধীনতার ডাক
শুধু কাগজের প্রার্থনা।

আমি দেখি,
উদযাপনের ভিড়ে কিছু নীরব মুখ—
তাদের চোখে খোয়া যাওয়া তারার মতো স্বপ্ন,
যা পতাকা ওড়ার শব্দে
ফিরে আসে না।

স্বাধীনতা কি শুধু সীমানার রেখা,
না কি এক অন্তর্লীন মুক্তি—
যেখানে ভয় ভাঙে,
মানুষ নিজের সত্য উচ্চারণ করে?

আজ, পতাকার ছায়ায় দাঁড়িয়ে
আমি শুনি—
এক গভীর, অন্তর্মুখী সুর:
স্বাধীনতা, এখনও এক অসমাপ্ত কবিতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন