সোমবার, ৭ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ৩।। জয়ন্ত চট্টোপাধ্যায়-এর লিমেরিক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ৩।।




জয়ন্ত চট্টোপাধ্যায়-এর লিমেরিক 


১.

বদলের বিপদ



ভজার ছিল দু-জোড়া শু, গজার দুটো ছাতা

অদলবদল যেই করেছে, কী যে হল যা-তা!

হাতসাফাইয়ের ছাতাজুতো

দেখেই মালিক মারল গুঁতো

তক্কেতক্কে ছিল সে যে ধরবে চোরের মাথা!



২.

ডায়েটিং


ভূষণদাদার কষ্ট ভীষণ বৌদি যে খুব মোটা

কারণ তিনি সবই খাবেন শুধু গোটাগোটা।

সঙ্গে যাবেন ? লজ্জা-বিধুর

বলবে সবাই, হাতির ইঁদুর

তাই বলেছেন, এখন ডায়েট এবং শুধুই ছোটা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন