শনিবার, ১৯ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১৪।। ফ্রী'রির যুগ —উদয় নারায়ণ বাগ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১৪।।



ফ্রী'রির যুগ

উদয় নারায়ণ বাগ 

গর্ব করে নেপাল বলে ভাগ্য আমার ভালো,
ফ্রী'রির মালে দিন চলে যায় ঘরে জ্বলে আলো,
ছাগল কিনলে ফ্রী'তে দড়ি, 
শাড়ির সাথে একটা ঘড়ি, 
বউয়ের সাথে ফ্রী'টা বলে হ্যালো বাবা হ্যালো।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন