।। প্রতিদিন বিভাগ।।
।।জুন সংখ্যা।।
।।বিষয় -' রথযাত্রা'—৯।।
জগতের নাথ
সোমা চক্রবর্তী
পিনাঙ্গং-দ্বিভুজং-কৃষ্নং তুমি
পূর্ণব্রম্ভ সনাতন
আজ তুমি মন্দির ছেড়ে বের হয়ে
রাজপথে
ভগবান আজ রাজবেশ পরে, মিলিত
সকল ভক্তদের সাথে
তোমার চোখের পলক পড়ে না
মুহূর্ত জাগ্রত ঐ চোখে
দেখ তুমি জগতের পাপ
হাতে তুলে সুদর্শন-চক্র, বিনাশ করো
পাপিদের
জগত রক্ষা করো প্রভু
জগতের নাথ!
ভক্তদের হাতেই, তোমার রথের রশি
পূণ্যস্নানে পবিত্র হোক এ বসুন্ধরা
পবিত্র করো প্রভু, মানবের চেতন-মনন
হে জগতের নাথ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন