সোমবার, ২৩ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—৫।। রথযাত্রা — শ্রাবণী বসু।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



 



  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—৫।।



রথযাত্রা 

শ্রাবণী বসু 

রাস্তা দিয়ে রথ চলেছে 
বৃষ্টি সারাবেলা,
জলে কাদায় লুটোপুটি
জমলো রথের মেলা।

রথের রশি টানছে লোকে
পুণ্য দরশন,
জয় জগন্নাথ ,জয় বলরাম,
ভালো রেখো মন।

রথ চলেছে, রথ চলেছে
হল-কর্ষণ করো,
মাঠে মাঠে হাসবে ফসল,
কৃষিতে হাল ধরো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন