।। প্রতিদিন বিভাগ।।
।।জুন সংখ্যা।।
।।বিষয় -' রথযাত্রা'—৫।।
রথযাত্রা
শ্রাবণী বসু
বৃষ্টি সারাবেলা,
জলে কাদায় লুটোপুটি
জমলো রথের মেলা।
রথের রশি টানছে লোকে
পুণ্য দরশন,
জয় জগন্নাথ ,জয় বলরাম,
ভালো রেখো মন।
রথ চলেছে, রথ চলেছে
হল-কর্ষণ করো,
মাঠে মাঠে হাসবে ফসল,
কৃষিতে হাল ধরো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন