।। প্রতিদিন বিভাগ।।
।। মে সংখ্যা।।
।। প্রতিবাদী কবিতা -৫।।
হন্তাকারক
অরিন্দম চট্টোপাধ্যায়
হৃদয়ের ভেতর সমুদ্র অরণ্য
মখমলে সবুজ ঘাসের ওপর
নিথর প্রিয়জন
সামনে রাখা দ্বিপ্রাহারিক আহারের প্লেট
তাতে গড়িয়ে পড়া রক্ত...
কতটা নৃশংসতা হৃদয়ে থাকলে
এরকম করা যায়
কতটা আগ্রাসন ধরে রাখলে
বল পৃথিবীটা তোমাদের হবে
কতটা হৃদয়হীন হৃদয় হলে
বল তোমার সামনে
আর কোন বিধর্মী দাঁড়াবে না
ক্রমান্বয়ে একের পর এক হত্যা
আর কতো হত্যা করলে বল
রক্তহীন ভূমি হবে
দুহাতে এখনও মেহেন্দী আঁকা
স্বজন হারানো বিলাপ
আকাশে বাতাসে...
তুমি কি শুনতে পাও?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন