মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। অণুগল্প (মুক্ত) -১৩।। বোকার হদ্দ —পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  এপ্রিল সংখ্যা।। 

   ।।  অণুগল্প  (মুক্ত) -১৩।।



বোকার হদ্দ

পুষ্প সাঁতরা


ক'দিন খেতে পাই নিকিছু ভিক্ষে দাও!
সৌম্য হাত উপুড় করে।জমি জমা বিক্রি করে
বাড়ি করেছি---কিন্ত আমার জায়গা হোল না!
ছেলে রেলের  অফিসারআমি বাসের কনডাক্টর ছিলাম
বুড়ো হাড়ে পারিনি ----এখন কপর্দক শূন্য  আমি একটা বোকার হদ্দ!
আমার রুমটা ছেলে ভাড়া দেবে বলে--- এ কথা বলে কাঁদতে থাকে
সৌম্য বলে,'তুমি আমার বাবা হবে?'তখন চার জোড়া অশ্রুজল জড়িয়েধরে প্রাপ্তির কান্নায়! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন