।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)-৮।।
রঙের কবিতা গুচ্ছ
পুষ্প সাঁতরা
এক-
আস্তে আস্তে অসাড় হচ্ছি
বেহায়া মাছি কামড় দিতে
মৌ রং আষ্টে পৃষ্টে জড়াল।
দুই-
অকাল জ্বরের মধ্যেও
অদৃশ্য রং ঠোঁট কপালে
ভরসা পেয়ে নির্লজ্জ হলাম।
তিন-
প্রশ্বাসের মত স্বাভাবিক
বৃষ্টির মত সহজ গুঞ্জন
রংয়ের অনুভূতিরা নিভৃত
চার
কিছুটা চলণ কিছুটা বলন
কিছুটা জ্বলন কিছুটা গলন
আয়োজন হীন সমস্ত টাই
সমর্পন।
পাঁচ-
সিদ্ধান্ত টা সুযোগের অনুগামী
কাম প্রেমের দ্বন্দ্ব নেই
শুধু নিমগ্ন চেতনায়
বাসন্তিক করে দিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন