সোমবার, ১০ মার্চ, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)-১১।। বসন্ত —জীবন সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



      ।।  প্রতিদিন বিভাগ।। 

         ।। মার্চ সংখ্যা।। 

 ।।  বিষয় - বসন্ত ( অণু কবিতা)-১১।। 





বসন্ত

জীবন সরখেল

১.
দুঃখ কষ্ট যন্ত্রণার শীত 
দূরে ঠেলার আন্তরিক চেষ্টায় 
বদলে যায় বহুধা প্রিয় ঋতু;
প্রসারিত হয় রঙ রূপ রসের আয়োজন 
কোকিলেরা পঞ্চম সুরে গেয়ে যায় গান।

২.
অভাব-সম্পর্ক শূন্যতার ফাটলে লাগে 
দখিনা বাতাসের মিষ্টি দোলা
থামে যেন চাওয়া পাওয়ার মিথ্যে হুল্লোড়! 
ক্রমে বদলাতে চায় জীবন অভিমুখ
হৃদয়ে উছলে ওঠে লাখো সমুদ্র ঢেউ...

৩.
সহজ সমীকরণ-সুখের ইথার কণা 
মেপে যায় উদাত্ত জীবনের পরিবৃত্ত 
প্রেমজ ওমে মেশে নীল-সবুজ সূর্যের আলো
হিসেবহীন মূহুর্তে উত্তরণ ঘটে
মহাকাশীয় বায়বীয় উদার নিষ্ক্রমণ নিবৃত্তির...

৪.
 ঝরা পাতার বুকে জমা বিষাদে 
সরীসৃপ আত্মবিস্মৃতির সমাধি আঁকে! 
কিশলয়ে ঘটে ফের পৌরুষের আত্মজাগরণ;
পলাশ রেণুমাখা নারীর শরীরি ভাস্কর্যে
সঙ্গ দেয় শাল মহুয়া পালাম শিমুল....

৫.
চোখে চোখ;হাতে হাত রাখার প্রশ্রয়ে
আরও হাল্কা হয়ে ওঠে মিষ্টি বাতাস 
রামধনু হৃদয় উচ্ছ্বাসে সালোক্য ক্রম 
আজ মারিয়ানাকেও ছাড়িয়ে যেতে জানে
আন্দিজ ও হিমালয় সেই ফাঁকে সঘন প্রেমের গল্প করে.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন