গল্প বলা হয়ে ওঠে না আর
দীপক বন্দ্যোপাধ্যায়
গল্প বলা হয়ে ওঠে না কখনো ;
কেবলই গল্প ক'রে যাওয়া ।
গল্প করতে করতে পেরিয়ে যায়
এক-একটা দুপুর-বিকেল ,
নামে সন্ধ্যা ধীরে ধীরে,
নিশুত রাতকে স্বাগত জানাবে ব'লে ।
এভাবে সময় বয়ে চলে ----
নদীর স্রোতের প্রায় ,
নিজের খেয়ালে ।
বেলাশেষেও গল্প বলা আর কিছুতেই
হয়ে ওঠে না !
দেখেছি শৈশবের দিনগুলোতেও
'গল্পদাদুর আসর' বসলে রবিবারের সকালে ,
গল্পদাদুরও বলা হয়ে উঠতো না গল্প ।
কচিকাঁচাদের নিয়ে সেই আসরেও
গান-বাজনা-আবৃত্তির ধারে ধারে
নাগাড়ে গল্প করাই হতো সার !
গল্পদাদুকে দেখেছিও বেশ ক'বার ----
অনুষ্ঠান-মঞ্চে উঠে আসতে ।
সেখানেও গল্প বলাটা আর
হয়ে উঠতো কই !
সুকন্ঠে সুবেশিত গল্পদাদু
মঞ্চ আলো ক'রে প্রতিবার ----
শোনাতো বাচিক-আবৃত্তি ।
মুগ্ধ শ্রোতারা গ্রহণ করতো
সেই কন্ঠমাধুর্য ,
গৌরীদিকে নিয়ে করা 'কর্ণকুন্তী-সংবাদ' ।
এভাবেই গল্প বলা হয়ে ওঠে না কখনো ।
কেবলই গল্প করতে করতে ,
গান-বাজনা-আবৃত্তি চলতে চলতে ,
গল্প বলাটাই ফাঁকি প'ড়ে যায় !
গল্প করতে করতেই বেলা প'ড়ে আসে,
রাত বেড়ে ওঠে শেষে ,
গল্প বলাই বাকি থেকে যায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন