বেঁচুদার বাগান
কার্ত্তিক মণ্ডল
গত কুড়ি বছর যাবত বেঁচুদা বাগান করছে
দেহের রক্ত জল করে,
বাগান তো নয়,যেন অলকাপুরী,
তারাদের ঝিকিমিকি হাসি ।
দক্ষিণের খোলা বারান্দায় ব'সে দেখি-
বেল,জুঁই,গোলাপের কুঁড়ি উঁকি দিচ্ছে
একটু একটু করে,
বাতাসের দোলায় সে কি নাচন
এক অপরূপ স্বর্গীয় সুষমা
ঝরে পড়ছে যেন ।
মৌমাছিদের মনোমুগ্ধকর গুঞ্জরণ আর
ভ্রমরের মাতামাতি,প্রজাপতির রং বিচ্ছুরণ
আমায় প্রলুব্ধ করে সারাদিন,
গোলাপের লাল টকটকে গালে হুমড়িয়ে
হাম্পি খাচ্ছে অলি ।
কত ব্যথা বেদনার দূরীভুত কাব্যকথা
নিঃশব্দে কয় বেঁচুদার বাগান,
মনের জমা যন্ত্রনার অবসান ঘটায়
এই শান্তির তপোবন যেন মর্ত্যের স্বর্গ
ভালোবাসার উপবন ।
বাগানের সৌন্দর্য উপভোগ করি আমরা,
কিন্তু মালির বুকের ব্যথার কথা
কতটা বুঝি ।
কতটা রোদ বৃষ্টি ভেজা ক্লান্তি নিয়ে
গড়া এই বাগান
কথাটা রক্ত মিশ্রিত ঘাম
এই বাগানের পরতে পরতে মাখা
সেটাই একমাত্র
বেঁচুদা জানে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন