বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। জানুয়ারি সংখ্যা।। ।। দীর্ঘ কবিতা (উন্মুক্ত) -১৭।। দু এক ফোঁটা অশ্রু —হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


    

       ।।  প্রতিদিন বিভাগ।। 

        ।।  জানুয়ারি সংখ্যা।। 

       ।।  দীর্ঘ কবিতা (উন্মুক্ত) -১৭।















দু এক ফোঁটা অশ্রু 
হীরক বন্দ্যোপাধ্যায় 

দু এক ফোঁটা অশ্রু এর চেয়ে বেশি কিছু নয় 
তবু তুমি কেন এলে বিষাদে ভাস্বর কেন , কেন এলে 
রাস্তায় ময়দানে ,নাচছে এখনো বিদেহী শরীর. ..

ক্ষমা নেই , ক্রোধ নেই, হিংসা রিরংসা ..শুধু  বৃষ্টিপাত

অন্ধকারের ডানায় গাঢ় নৈ়ঃশব্দ্য 
ক্যানভাসে বিবর্ণ মুখ 
এসব পেরিয়ে ট্রা লা লা লা ...
কেন তুমি  এলে 
শুধু চোখে চোখ চকচক করছে জল ...
এবার এক সেকেন্ড নীরবতা নিরাকার সানুনয় আবেদন, মাইকে বাজছে একটি সম্পর্ক থেকে আরেকটি সম্পর্কের দিকে চলে যাচ্ছি আমরা ক্রমশ 

আমরা জলকে ভেবেছি আগুন আর আগুনকে ভেবেছি নিরালা 
আমরা যে ধরনের মানুষ দূর থেকে দূরে
তার আভাস ফুটে উঠছে লুপ্তপ্রায় 
আমাদের চোখে স্বপ্নের কাজল পরিয়ে দিয়ে গেছে
কেউ. ..
তারপর থেকে আমরা অন্ধ,হাতড়ে হাতড়ে বেড়াচ্ছি .......
পূর্ণতা অপূর্ণতার গল্পে ...

২টি মন্তব্য: