শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জানুয়ারি সংখ্যা।। ।। দীর্ঘ কবিতা (উন্মুক্ত) -১১।। জন্মনিয়ন্ত্রণের অব্যক্ত রাজহাঁস ও প্যারাসিম্প্যাথেটিক নার্ভ —নিমাই জানা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    

       ।।  প্রতিদিন বিভাগ।। 

        ।।  জানুয়ারি সংখ্যা।। 

       ।।  দীর্ঘ কবিতা (উন্মুক্ত) -১১।।



























জন্মনিয়ন্ত্রণের অব্যক্ত রাজহাঁস ও প্যারাসিম্প্যাথেটিক নার্ভ


নিমাই জানা



নন-স্ট্রিরালাজড অপারেশন থিয়েটারের অ-মিথিলিন টিউমারের দানা বিহীন নষ্ট ঈক্ষুক সমুদ্রগুলো টেট্রা গামা বেনজিনের পারঅক্সাইডের মতো মিথোজীবী রাজহাঁসটি বিস্ফোরণযোগ্য স্বর্গ থেকে নেমে প্রাগৈতিহাসিক সন্মার্গ মার্কা কেতু গ্রহকে ছাল ছাড়িয়ে রিনিক্যাল লা পুতুর স্ট্র বানাচ্ছে ভদগা কোসাইন সরাইখানার কর্দমাক্ত ডিমের জন্মনিয়ন্ত্রণ পোচ মাখিয়ে  , প্যারাসিম্পপ্যাথেটিক নদীটি কার্গো বোতাম খুলে রসায়ন স্রোত দেখাচ্ছে

সিফিলিস আত্মহত্যা ও জীবাত্মা রক্তের মতো উদ্বায়ী নিশাচর অভুক্ত শরীরের কুষ্ঠ যুক্তাক্ষরের যন্ত্রটি স্থিতিজাড্যের প্যানিক অ্যাটাক হৃদরোগের নষ্টচুম্বকীয় গলার মাংসের মৃৎশিল্পীটি নীল নিকোটিন জলে ভেজানো ফার্মেসির প্রাগৈতিহাসিক কল্পান্তর রোগ কৌশিকী রাজ স্বয়ম্বর পল অনুপল সবকিছুই মহাকালের ভেতর থেকে বেরিয়ে নষ্ট পোস্টমর্টেম কেবিনে হাফ কেজি বেদানা ছাড়াচ্ছে , কে ঐ শ্মশান বিষয়ক শেষ রাতের দিকে নিজেকেই ডাকে আর জবানবন্দীর মৃত চিত্রগুপ্তের লেখা নক্ষত্রের ধ্বংসপ্রাপ্ত ভবিষ্যৎ বাণীর অক্ষর গুলোকে বিক্রমাদিত্যের ন্যায় নষ্ট কাম সমুদ্রের ইথার বিষ খেয়ে অনিশ্চিত ঘুম বিষয়ক ক্ষয় রোগের চিকিৎসা করছে, একটি উভয়লিঙ্গ বিষাদের ভূত আর একটা পুংলিঙ্গ ভূতের শিরচ্ছেদ করছে ব্লেডের নার্ভ দিয়ে ,

তিনবারের। কৌশল্যা মাংস দিয়ে তৈরি পাহাড়ের চূড়ায় উঠে পৃথিবীর মাংসাশী সাপের মতো বাঁকানো জিভ দিয়ে চেটে খেতে খেতে আরো একবার নিস্তব্ধ যৌনাঙ্গ গুলোকে গলা টিপে হত্যার পর রগরগে আত্মহত্যার সার্টিফাইড লাশ কাটা ঘরের পিচ ঢালা আলকাতরা মাখানো সম্মিলিত অঙ্গীকার পত্র দিয়ে আসি সর্পষ্টি যজ্ঞকুণ্ডের হোতাকে , এখানে সারারাত বোমারু বিমান চলাচল করে করিডোর দিয়ে ঘেরা থাকে মোমবাতির মিছিল , রান ওয়েতে স্নাইপার ডগ আমার মাংসের সব পাক দেওয়া দলা দলা স্ট্রীট লাইটকে খেতে দিচ্ছে গণিকালয়ের চামড়া দিয়ে , দৌড়ে বেড়ায় কিছু কালো কুচকুচে আগুনের মতো ব্রহ্ম শাপে ছিন্ন হয়ে যাওয়া বাদামি মুত্রথলীর কয়লার মতো অতি পাপের কারখানার কারবারিটা যে তিনদিন অদৃশ্য হচ্ছে ঘুম রোগের উট পাখিটিকে কার্বাইড সেতু থেকে ঝুলিয়ে থাকার সম্মতিপত্রে  , উগ্ৰ রক্তকে একাই ডাকি জন্ম দেশের পিঙ্গলা মুহূর্তে , ১ম গার্গী এসে বসে, ২য় রম্ভা নাচে হস্ত্যর্থক মেনোকার দেহজ শৈল্পিক বচন নেত্রালয়ে, এতো সাদা রস পৃথিবীর ঈশ্বর একা খায় ৩য় লিঙ্গের চোঙ দিয়ে , জাহান্নামের ঋষিটি নিজের মূত্রথলির পায়াসান্ন খাচ্ছে ,

পিতার ভূতগ্রস্ত xxx.beta কালারের যৌনাঙ্গ গুলো খুব রগ-রগে আর মোম মাখানো পিচ্ছিল বলে এক লাইট কফিন ঢাকা কাপড় , কবর ঢাকা মমি দেহের উত্তপ্ত জিংক বাগানের তৈরি রম্ভা শাস্ত্র গুলো স্পাইরোগাইরা সায়ানাইডে বাঁকানো লোহার স্পোক ঢুকিয়ে মহা পৃথিবীর অতি সৃষ্টির কুম্ভক তত্ত্বকে কস্মিন আগুনের মতো জাগ্রত করে হত্যা লীলা চালাচ্ছে জেরিফোর্ট ক্যাপসুল খেয়ে ,  এখানে বেদানার দাম কম বলে একদলা বরফ ঝলসানো মাংস খেকো ঝলসানো গলাটাকে চটকাতে চটকাতে নখ দিয়ে দাঁত দিয়ে জিভ দিয়ে উলঙ্গ শক্ত পুরুষ লিঙ্গ দিয়ে থেঁতলে দিচ্ছে নৃতত্ত্ব ঈশ্বরীকে, এতো পিচ ঢালা পৃথিবীতে উত্তপ্ত সরাইখানা জেগে নেই বলে সকলের জলজ জ্বর মাপার কোন থার্মোমিটার আবিষ্কার হয়নি কষাটে পায়ু রক্ত দিয়ে ।

একটা ব্লেজার পরা সেন্টারে রক্ত বমি করে তিনজন ক্ষত্রিয় নারী, এখানে বুকের পাঁজরের রেডিও এক্টিভ ফ্রিকুয়েন্সি স্কেল দিয়ে মাপলেই কোন অসুখ নেই অথচ এখানে শ্বাসকষ্ট রোগীদের মুখে ডুয়োলিন মাস্ক  , এখানে দম ভারী হয়ে যাওয়ার রাবিপ্রাজল নেই শুধু রক্ত তরলের অ্যাসপিরিন ট্যাবলেটের নিচ দিয়ে একদল অর্ধ জ্যান্ত রাক্ষসের দল নখ দিয়ে জিভ দিয়ে চেটে খেতে খেতে টেস্টটিউব ঈশ্বরীকে উলঙ্গ করে দেয়, শরীর নরম মাংস খায় , উলঙ্গ মাংস খায় এ পৃথিবীতে কেঁচোর মতো বাড়তে থাকা সব সরীসৃপের জ্বাহানে  , শুধু বিষাক্ত লন্ড্রি কারখানার পরা সাংকেতিক সোডিয়াম নষ্ট দ্রব্যের সহবাস ভক্ষ আপেলের অনিয়ন্ত্রিত জননেন্দ্রিয় পোকাগুলো মুখে স্টেথোস্কোপের পারদ ঢেলে দিয়ে হত্যালিকা চালাচ্ছে আর এক্সপায়ারি ভ্যালিডিটির কফ পরীক্ষা করছে থার্ড সেমিস্টারের নন টিউবারকিউলোসিস প্রেতকুন্ডের নরমেধ গ্রাফিক্স সিম্ফনি সালোয়ার মার্কা কামিজের নগ্ন বাস্তুতন্ত্রে , পিতাকে সোম সূত্রধরের সৌমিত্র বলে মালকোষ বাজাই , জ্বলে ওঠে দময়ন্তির হাড় ও নিষেক ক্রিয়াপদ ,




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন