সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ৩০।। মৃত্যুর কথা — অরিন্দম চট্টোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ৩০।।




মৃত্যুর কথা

অরিন্দম চট্টোপাধ্যায় 


বৃষ্টির মতো ঝরে পড়ে ছাতিম সকাল। হয়ে যায় হালকা সবুজ উপত্যকা।তবুও মৃত্যুর কথা উড়ো পাখির মতো উড়ে আসে। দিকভ্রান্ত হয়ে ছুটে চলি। কোথায় যাব, কি করব কিছু বুঝে উঠতে পারি না। একপক্ষ কাল জুড়ে একটা ধ্বংসভূমির ছবি ফুটে ওঠে।

ছড়ানো চন্দ্ররাত। নি:শব্দে বিচরণ করে গেল মৃত্যু।পাশাপাশি কেউ জানতে পারল না। কীভাবে একটা মুহূর্ত অন্যমুহুর্ত হয়ে যায় তা বিষ্ময় ভরা চোখ নিয়ে দরজার দিকে দেখে। এখন লাটাই সুতোর মতো খুলে যাচ্ছে স্মৃতি। 

আলাপুরের পাশ দিয়ে বয়ে যায় দু:খস্রোত উপেক্ষা নদী হয়ে।কেউ ঘুরেও দেখে না। সবাই একটা একটা দ্বীপ ভূমির মতন দাঁড়িয়ে। কেউ কারও দিকে হাত বাড়িয়ে দেয় না। ছুটে চলে নিজ নিজ নৌকা নিয়ে নদীপথে।কারও কোন  সঠিক গন্তব্য জানা নেই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন