শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২৫।। শীতের সুখ- দুখ — পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২৫।।






শীতের সুখ- দুখ

 পুষ্প সাঁতরা


শীতের ঝালরে ঢাকা
গ্রামের পথ ঘাট
সূয্যিটা বাধা পায়
আলোর ঠাট বাট।
ফাঁদে পড়ে আটকা
মাকড়শার মায়াজাল
খাবার টা ধরবে সে
বুদ্ধির দাবাচাল।
শিশির তো জানে
আলসে শীতের ধ্বনি
সকালের রসিক শীত
খাবারের নানা খনি।
খাও দাও ভোজ করো
মৌজ করো পিকনিক
দূষনটা বারন থাক
পরিবেশ ঠিকঠিক।
খেজুর গুড় তো আছে
পায়েসের সুঘ্রাণ
শীতের এই তো মজা
আনন্দ টানটান।
শীতের যে ধর্ম ঘট
আসবে কি আসবে না
আমাদের ই সব দোষ
বলো তো? ঠিক কিনা! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন