।। প্রতিদিন বিভাগ।।
।।ডিসেম্বর সংখ্যা।।
।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২১।।
বর্ত্ম
জীবন সরখেল
ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে শুরু হওয়া অভিযান শেষে থেমেই গেল পুয়ের্তো রিকোর বুকে;
বিস্তীর্ণ সময় জুড়ে দেশে দেশান্তরে উন্নতিকামী বহু অবৈধ ইচ্ছের ইঁদুর দৌড় হল যেন শেষ।
বিস্তার আধিপত্য উপনিবেশবাদের হিংসা ঘৃণা প্রভুত্বের আগ্রাসী ক্ষিধে ছুঁতেই পারেনি সন্তুষ্টি সাফল্যের চূড়ো !
অথচ এক চিলতে মাটির বাড়িতে বা ছোট্ট একটি নদীর ঘাটে বাস করা বাহ্যিক আড়ম্বরহীন প্রেমঘন মহানুভব হৃদয়ের স্পর্শ পেতে-অশেষ প্রেম ভালোবাসার বন্যায় ভাসতে দ্রুত বেগে সমর্পণ- আত্মনিবেদনের জন্য দেশ দেশান্তর থেকে ছুটে আসছেন দলে দলে অগণিত অসংখ্য মানুষ....
আজও কেবল স্থির অকৃত্রিম প্রেম ভালোবাসার নদীতেই চাঁদ সূর্য বা মানুষের পবিত্র স্নান মুহূর্তেই যেন মুছে দিতে পারে সমস্ত লোভ গ্লানি হিংসা আর যত তিক্ততার অন্ধকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন