রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ১৬।। লেপ, কাঁথার দিব‍্যি— তন্দ্রা ভট্টাচার্য্য।।Ankurisha।। E.Magazine। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ১৬।।

  


 লেপ, কাঁথার দিব‍্যি

      তন্দ্রা ভট্টাচার্য্য 

   লেপ,  কাঁথার দিব‍্যি দিয়ে মিথ‍্যা বলব না।
শীত আমার আদরের নলেন গুড়ের আলপনা।
গৃহহীন পথ শিশু ছাড়া শীতকে শীত বলে 
কে আর মানে ? নিবিড় বিষাদ ছাড়া গরিব মানুষের  আর কী জোটে ভাতের পাতে !
হায় হায় দেশ, এ লজ্জা আমাদের গায়ে গোবর লেপা যেন। কব্জি ডুবিয়ে বিয়ে বাড়ি কিংবা নিজের  বাড়ি খাবারের সাম্রাজ্যে সুখ উথলি,
 পরাণ আকুলিবিকুলি।
কুকুরের সাথে যারা উচ্ছিষ্ট কুড়ায় তারা জানে পৌষের সর্বনাশ কোথায়  ! আমি তো শীতকে সঙ্গীত ভাবি কারণ  ভ্রমণ ছাড়া এ মন পাখনা মেলতে জানেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন