।। প্রতিদিন বিভাগ।।
।।ডিসেম্বর সংখ্যা।।
।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ১৩।।
শীতের স্বগত স্বর
তপনজ্যোতি মাজি
কী ভীষণ শীত ছুঁয়ে যায় একান্ত নির্জনে! যেন
হারিয়েছে প্রিয় বর্ণমালা। যুক্তাক্ষর। সংখ্যতীত
সংবাদ শিরোনাম। তোমাকে বলতে পারেনি স্বর।
তোমাকে লিখতে পারেনি অক্ষর। বিপন্ন অধ্যায়
পার হয়ে আরও বিপন্নতর হয়েছে সময়।
হিম ওষ্ঠে পড়ছে রজতাভ রোদ্দুরের রশ্মিকণা।
কিছুই হারায়-না। কিছুই লক্ষ্যহীন নয়। আগুনের
গর্ভে কেন খোঁজ শৈত্য-সংহতি? দিনের আলোর
পাশে নিশীথের নৈঃশব্দ্য লেখে মন। ভালো থেকো
সুখ। ভালো থেকো দুঃখ। ভালো থেকো পঞ্চম
প্রবাস।
তোমার ঠিকানায় শীত কি পুষ্প-সমারোহ? কী
নিঃশব্দে এখানে খসে পড়ছে উন্নতশির বৃক্ষগুলির পর্ণপোশাক। তোমাকে এই শীতে পশম-হাউসকোটে
দেখবে বলে লিখেছে তোমার প্রেমিক। কেন যে
আগুনের মধ্য দিয়ে হেঁটে যেতে চায় আমার সমস্ত
অক্ষর? কেন মনে হয় সব কলরব পার হয়ে অন্য এক শীত-ভূখণ্ডে পৌঁছে যাবো। মন দিয়ে শুনবো শীতের স্বগত স্বর।
______________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন