।।।। প্রতিদিন বিভাগ।।
।। নভেম্বর সংখ্যা।।
।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —২৪।।
নির্বাণের কবিতা
মারুফ আহমেদ নয়ন
মধু পূর্ণিমার রাতে, বৌদ্ধ সন্ন্যাসী হয়ে ঘুরি।
চিরহরিৎ অরণ্যে ফুটো না কুসুম। সুন্দরী মৌটুসি
দেয় তীব্র শিস। বনে ফুটেছে বিজু। সোনালী
ধনুকের ক্ষতে লীণ হয়ে আছি। আমাকে দাও
শুশ্রুষা। সঙ্গম শেষে স্ত্রী অক্টোপাসটি খেয়েছে
পুরুষ সঙ্গীকে। তার শোকে পাথর হলাম।
প্রাণীজগৎ এর মাতমের কালে পেলাম মানব
জীবন। সবুজ ময়ূরী তোমার প্রেমে পড়লাম।
বিরহে মিশে গেছি হায়েনার দলে। করিনি লাভ
সম্যক দৃষ্টি। সংকল্পে জ্যোর্তিবিদ্যায় হতে পারিনি
নির্ভুল। আমার কি হবে মোক্ষ লাভ! বনপ্রান্তে
তিসির খেত থেকে পৌঁছে গেছি লুম্বিনীর রাজ
দরবারে। সংসার-বিরাগী পিতাকে কি চিনে
নেবেন পুত্র! পরণে গেরুয়া পোশাক। চোখে
নির্বাণের তেজস্বী। সাধক পুরুষ এসে দাঁড়ালো
ভিক্ষাপাত্র হাতে। তাকে আরোগ্য দাও। বলো,
নিব্বানং পরমং সুখং।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন