।। প্রতিদিন বিভাগ।।
।। নভেম্বর সংখ্যা।।
।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —২।।
লিভ
সুনীল মাজি
কিসের জন্য ছুটি চাই? কিসলিয়ে?
মাকে খুব মনে পড়ছে! মাতাজীকো বহুত দিন…
সেকসন কমান্ডার লিখলেন, ফরওয়ার্ডেড।
লিভ? হোয়াট ফর? গার্ল ফ্রেন্ড কো ইয়াদ আ রহা ক্যায়া?
আচ্ছা হোয়াট ইজ ইওর চয়েস? আও দো মাইনা বাদ।
অ্যাডজুটেন্ট পাশের ড্রয়ারে রেখে দিলেন আবেদনপত্র।
কদিন বৃষ্টি হল। খুব শীত পড়ল। বরফ পড়ল।
পেটে ওল্ড মংক সি প্যারেট পড়ল। বরফ ছোঁড়াছুড়ি হল।
গাছে কোনও পাখি নেই। মনে পড়ল ফিঙে পাখিটির কথা।
সকাল হলেই শালিকের কিচির মিচির ছিল।
কাঠ বিড়ালি ভয় পেয়েই দৌড়ে কখনও তালগাছ কখন পিয়ারা গাছ
পিয়ারা গাছের বুলবুলিটা উড়ে পালাল।
স্টেশন কমান্ডারের দরজার পাশে বিশ্রামে দাঁড়িয়ে আছে ম্যান।
মা বলেছিল,মকরে আসবে কিন্তু পার্বণে কত দিন এলি না
তুই আসিসনি বলে গুড় পিঠা করতে মন চায় না।
আগে রাঙা গাইকে পিঠে খাওয়াতিস মনে আছে?
হোয়াট ফর ইউ সিক? হোমসিকনেস? কাম করো চাঙ্গা রহো।
চোখের সামনে দিয়ে কোকিলটা উড়ে যেতে কাকের কি চিৎকার।
সাবধান। পিছে মোড়। কাম ইন মার্চ। হোলি পে জানা হ্যায়?
সব যাওগে তো স্টেশন ক্যায়সে চলেগা ? হাউ টু রান গাই! শোচো! চলো বাগার অফ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন