বোধের নরম ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে
ছদ্মবেশী বাঘ
তার কাছে খাদ্যের স্বাদ রস আনন্দ
সব অর্থ হীন
করাত কলের ঘ্যাস ঘ্যাস শব্দ
কাঠ খড় পোড়াচ্ছে কুচক্রী বাতাস
সন্ধি করে বীভৎস মানবতার কঙ্কাল
বিষধর সাপ জেগে উঠছে ক্রমশই
যাবতীয় ক্রীড়নক অন্ধকার
তীব্র আগুনে গিলে নেয় সব কিছু
চিতা ভস্ম ঘেঁটে ঘেঁটে দেখি
রুগ্ন অসুস্থ সময় কে—
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন