শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। উৎসব বিষয়য়ক-৫। কক্ষপথ — মলয় দাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

    ।।  অক্টোবর সংখ্যা।। 

    ।।  উৎসব বিষয়য়ক-৫।



কক্ষপথ

মলয় দা

প্রতিদিনের নিয়মে অন্ধকারের ঘনত্ব বেড়ে আজো রাত আসে শারীরিক সত‍্যের বিদ্রোহে আজকাল আর ঘুম আসে না ,প্রত‍্যেক মোড়ের ট্রাফিক সিগন্যালে মসৃণতা কমে গিয়ে জ‍্যামে আটকে যায় গতিধর্ম, আমি নির্লিপ্ত আকাশের দিকে তাকিয়ে দেখি সেখানেও জড়তা গ্রাস করে ;উপগ্রহ,নক্ষত্ররা উদাসীন রাত্রি যাপন করে যেনো ওরাও জেনে গেছে ওদের অক্ষমতার কথা।
আকাশে ভেসে হিংস্র শকুনের চোখ পৃথিবীর কবর খোঁড়ে, সভ‍্যতার লাশ থেকে পচা দুর্গন্ধ বেড়িয়ে এলে 
অস্থির পৃথিবীর বটবৃক্ষের ডালে আশ্রয় নেয় পরজীবীরা
সময়ের ভারে ঝরে পড়ে জড়াজীর্ণতা আমি চেষ্টা করি মেরামত করার ড‍্যাম ধরা মানসিকতার জন্য একটু বিশুদ্ধ উত্তাপের প্রয়োজন চালশে পরা চোখে আর সে উত্তাপের জোর নেই তবুও এখনো রাত জেগে আমি ও পৃথিবী বিনিময় করি অভিজ্ঞতার গল্প শুধু এই বিশ্বাসটাই বাঁচিয়ে রেখেছে কক্ষচূত‍্য হয়নি এখনো।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন