।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। উৎসব বিষয়য়ক- ১৮।।
বৃষ্টির রাতে
তিমির মিত্র
বৃষ্টির রাতে
তুমি আসা মানেই
উজাড় করা শব্দ ,ছন্দ ,সুরের
মস্ত এক মেলবন্ধন !
প্রবল বৃষ্টিতে
খুলে যেতে থাকে অক্ষর ,শব্দ ,
ছন্দের শৃঙ্খল,
একেক সময় তাদের একেক রকম অর্থ,
মধ্য রাত্রির টাপুর টুপুর শব্দে কত
অচেনা মহাদেশ জেগে ওঠে,
তুমি আসা মানেই
এক লহমায় উবে যায় বৃষ্টিতে
ভেজার ভয় !
চারপাশের পৃথিবীটাও তখন
পাল্টে যেতে থাকে,
ইজরায়েল থেকে প্যালেষ্টাইনের দিকে তখন উড়ে যায় না বোমারু বিমান,
সুতোয় বাঁধা বেলুন গুলো বন্ধন
ছিন্ন করে উড়ে যায় নিজের মত,
ধেয়ে আসা শব্দ , ছন্দ , সুর গুলো আমাকেও মুহূর্তে পাল্টে দেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন