শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। উৎসব বিষয়য়ক- ১৫।। দ্রোহের উৎসব — দীনেশ সরকার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

    ।।  অক্টোবর সংখ্যা।। 

    ।।  উৎসব বিষয়য়ক- ১৫।।



দ্রোহের উৎসব

দীনেশ সরকার  

 

তিলোত্তমা পায় নি বিচার, সুখ আছে কি মনে?

ধিকি ধিকি জ্বলছে আগুন বুকে সর্বক্ষণে।

দশ বছরের ছোট্ট উমা পড়তে গেল টিউশন

সেও ঘরে ফিরলো না আর, গেল তারও জীবন!

 

অসুরকুলের তান্ডব যে আজ সারা রাজ্যব্যাপী

প্রশাসনিক নির্বিকারে অবাধ দাপাদাপি।

দুর্নীতি আর খুন-ধর্ষণ যে নিত্য দিনের ব্যাপার

অন্ধ কানুন, নির্যাতিতা পাবে কি ন্যায় বিচার?

 

তিলোত্তমা এবং উমার সুবিচার কি হবে?

কেমন করে ফিরবো বলো এবারের উৎসবে?

প্রতিবাদের আগুন বুকে ঘরের মাঝেই আছি

নয়তো পথে প্রতিবাদে সবার কাছাকাছি।

 

উৎসব হোক দ্রোহের উৎসব, মুখর প্রতিবাদে

‘সুবিচার চাই !’  অন্তরাত্মা নীরবে আজ কাঁদে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন