বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। উৎসব বিষয়য়ক- ১৩।। উৎসব — তপনজ্যোতি মাজি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

    ।।  অক্টোবর সংখ্যা।। 

    ।।  উৎসব বিষয়য়ক- ১৩।।



উৎসব

তপনজ্যোতি মাজি


অবিশ্বাস ছড়িয়েছে বাতাসের গতিবেগ বুঝে। অথচ

এই নম্র হেমন্তেও আকাশ বৃষ্টিসম্ভাবনাময়। বৃষ্টি না

প্রতিবাদ? আলো না অক্ষম বিষাদ? দেবী না নির্মিত

সংবাদ? ভুল হচ্ছে বুঝতে পেরেও অন্ধত্ব কি স্বনির্বাচিত?

ত্রিনয়ন ধীমান কল্পনা? অর্ধেক পদচিহ্ন মুছে দিয়েছে

যুক্তি,তর্ক ও কলহের সান্ধ্যবাসর। কেউ তাকাচ্ছে না

দূরে। কেউ বলছেনা পক্ষপাতহীন কথা। অনর্গল

অনৃত ভাষ্যে কাঁপছে বায়ুস্তর।

তবুও গৌরীর মাতৃগৃহে আগমণ। উৎসব। অসংগঠিত

জীবিকার কিছু উপার্জন। আলোর আলপনা।আগমনী

গান। বিজয়ার প্রীতি বিনিময়। বৃত্ত অতিক্রম করে

নিজেকে অনেকের মধ্যে দেখা।

এসো উৎসব। দুঃখ আছে। সুখ আছে। প্রতিবাদ ও

বিবেকের জাগরণ আছে। জীবনের সাতকাহন নিয়ে

লেখা আছে উৎসব সংখ্যায়।প্রেম ও বিচ্ছেদ আছে। দেবী এসেছেন বলেই উৎসব এসেছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন