শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

প্রতিদিন বিভাগ।। ।। প্রতিবাদী কবিতা -২৭।। অভয়া — প্রদীপ কুমার চক্রবর্তী।।Ankurisha ।। E.Magazine।।Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

     ।।  প্রতিবাদী কবিতা -২৭।।




অভয়া 

 প্রদীপ কুমার চক্রবর্তী 


বাঙালীর উৎসব, শারদীয় উৎসব 

শিউলি ও কাশ মিলে জমকালো বৈভব

সবুজের ভরা ক্ষেতে 

কিভাবে যে যাই মেতে 

টগরের চমকেতে নাহি জাগে কলরব।


সব আজ মন মরা চিতা পরে তাজা শব

শ্মশানেতে ধোঁয়া ওড়ে থেমে গেছে হাসি রব

আগুনেরও চোখে জল‌

স্তম্ভিত  চঞ্চল 

গোয়েন্দা খুঁজে চলে কারা সেই কুশীলব।


শব দেহে কাটাকুটি যেন সে ঘুমিয়ে রয়

ছত্রিশ ঘণ্টা তো মানে নিকো পরাজয় 

লালসার জিভগুলো                                                        ধর্ষণে সব খেলো

কামনার হুতাশনে ওরা পোড়ে নিশ্চয়।


অভয়া যে সাহসিনী নিবেদিতা ধর্মে

ছিল নাতো কুণ্ঠিতা সীমাহীন কর্মে

পাঁকে ভরা দুর্নীতি 

সমাজের অপগীতি

বিবেকের গৌরব শুধু ছিল মর্মে।


কোথা গেল নীতিবোধ ধ্বস্ত এ সমাজে

সরকার ঠুলি চোখে ভেবেছে সব বাজে

সুরক্ষার প্রহসন

ঠুনকো এ প্রশাসন 

অভয়াই বলে গেল , করো ঠিক সব কাজে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন