রবিবার, ৭ জুলাই, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।।জুলাই সংখ্যা।। ।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -৬।। রথের পাঁচালি - পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুলাই সংখ্যা।। 

।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -৬।।




রথের পাঁচালি

পুষ্প সাঁতরা

প্রথমে বন্দনা করি নীলমাধবের শ্রীচরণ
রথের পাঁচালি কথা শুন দিয়া মন।
রথের মধ্যে বসে থাকেন প্রভু জগন্নাথ
ভক্তদের কোল দেন ,নেই কোন জাতপাত।
গড়গড়িয়ে রথের চাকা হেলেদুলে চলে
পুনর্জন্ম হবে না আর দেখো নয়ন মেলে।
দলে দলে ভক্তেরা রথটানার অভিমূখে
মুখে বলে প্রভু আমার থাকো শুধু বুকে।
আঠার চাকা রথে সুন্দর জগন্নাথ
সুভদ্রা আর বলরাম আলোর প্রতিভাত।
নান্দীঘোষ তালধ্বজ  ও দর্পদলন নাম
তিন রথে তিন জন প্রেমের পুরীধাম।
রঙ বাহারী রথের শরীর আহা মরি মরি
লালরং লালসবুজ লালকালোয় সুন্দরী।
দাও টান রথের রশি যায় যাক যত মান
শঙ্খ চূড় সাপ রজ্জু আনন্দের অশ্রু বান।
ডুবে গেলে দিব্য রূপে মোহন মূর্তি বেশে
প্রভু এসে ধরা দেন ছদ্মবেশে এসে।
মাধুর্য রস ঘনীভূত রহস্য কাহিনি
মোহন মূর্তির সেবা দিয়ে হও গরবিনী।
গুনময় গুনাতীত রূপ অপরূপ
অচল ব্রহ্মে ভক্তিরসে শান্ত নিশ্চূপ!
প্রেমানন্দে সবাই একবার বলোহরি বোল
দড়িতে টান দাও বাজাও শঙ্খ খোল।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন