শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।।জুলাই সংখ্যা।। ।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -৪।। নাগরদোলা — সমাজ বসু।।Ankurisha।। E.Magazine। Bengali poem in literature।।

 




  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুলাই সংখ্যা।। 

।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -৪।।




নাগরদোলা

সমাজ বসু


মেলার মাঠের সামান্য দূরত্বে গড়িয়ে যায় রথের দড়ি।

মেলা মানেই নাগরদোলা---

নাগরদোলা ওঠে আর নামে,নামে আর ওঠে

মুখোমুখি কিছু মানুষের উল্লাস ছড়িয়ে যায় মেলার মাঠে---

মেলার সব জৌলুস অচিরেই কেড়ে নেয় নাগরদোলা।

ক্রমশ আরও ওপর থেকে গড়িয়ে পড়ে হাসি,

ক্লান্তি আর বিষাদ---

কিংবা অবতরণের অদৃশ্য ভয়।

জীবন মানেও নাগরদোলা,

মানুষ ওঠে আর নামে,নামে আর ওঠে--

সুখ-দুঃখ-- আশা-নিরাশা-- ভাল- মন্দ। 


মাঠ বদলে যায় ---

এভাবেই আজীবন মেলা ও জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে 

নাগরদোলা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন