বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।।জুলাই সংখ্যা।। ।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -১০। রথের মেলা এসেই গেল গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুলাই সংখ্যা।। 

।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -১০।



রথের মেলা এসেই গেল 

গোবিন্দ মোদক


রথের মেলা এসেই গেল 

ভীষণ মজা তাই,

সবাই মিলে মেলায় গিয়ে 

পাঁপড় কিনে খায়। 

ছোটরা বাজায় ভেঁপু বাঁশি 

কেনে নতুন জিনিস,

ফুরফুরানো হাওয়াই মিঠাই

মুখে দিলেই ফিনিশ!

জিলিপি আর জিভেগজা 

ফুচকা পাপড়ি-চাট, 

নাগরদোলায় পুতুলনাচে 

খুশির রাজ্যপাট! 

নানা রকমের দোকানপাট 

খাবার জিনিস খেলনা, 

গৃহস্থালীর নানা রকমের 

হাতা খুন্তি বেলনা। 

হরেক মাল সাড়ে ছ’টাকায় 

যতো খুশি নাও 

তারপরেতে রথটি দেখে 

দড়িতে টান দাও।

রথে বসে জগন্নাথ আর 

সুভদ্রা, বলবাম, 

টানে সবাই রথের দড়ি 

“জয় জগন্নাথ” নাম! 

এরই মাঝে মেঘ ঘনিয়ে 

বৃষ্টি আসে তোড়ে, 

জল-কাদায় সবাই তখন 

রশি টানে জোরে। 

গড়গড়িয়ে রথের চাকা 

চলে মাসির বাড়ি, 

এমন মজার রথের মেলায় 

না এসে কি পারি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন