।।প্রতিদিন বিভাগ।।
।। জুন সংখ্যা।।
।। বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -৪ ।।
অমিত কাশ্যপ-র কবিতা
১.
বেলিয়াতোড়
ছুটে চলা ট্রেনটি দেখতে দেখতে গেল
গ্রীষ্মে কেমন মেখে আছে স্টেশন, পাশের গ্রামটি
এবার আর কোমল সোনালি রোদ নেই ঝুঁকে
চিকন নদীটি কেমন মনমরা স্মৃতি হয়ে
তুমি ওই মাঠেদের কথা ভাব, ফুটিফাটা
গ্রাম্য চিত্র বদলে বদলে শহর হচ্ছে
ছাদে ছাদে দূরদর্শনের ছাতার বাহার
আহা ভোরের গন্ধ লোকাল ট্রেনের যাত্রার পর
আর ফিরে আসেনি বেলিয়াতোড়ে
বিজনদা ফিরেছিল ঝালমুড়ি বেচে গোধূলি নামিয়ে
২.
বাজার দখল
পশ্চিম কখন যেন রাঙা হয়ে উঠল এলোমেলো
কিসের যেন গল্প শেষ হল এইমাত্র আসরে
দিগন্ত ছুঁয়ে গোধূলি বাজার, আহা পশরা সাজিয়ে
খবর হয়ে উঠল তুমি দেখলে না, নাইই দেখ
ভালোর সঙ্গে নতুন
আর নতুনের সঙ্গে রঙিন
খবর হবে বাজারের আর
মিলন হবে সবার
বাজার দখল বলে একটা শব্দ আছে, বসিয়ে দাও
বিদ্যা বালানের খাস মেখে সেজে ওঠ
সেনসেক্সে ওঠানামা হবে, ভেব না, বন্ধ কর
আজ শেয়ার মার্কেটে সোনা ছিল কমা
৩.
মে-জুন
মরা পলাশছায়ায় সুনিশ্চিত যাপন ছিল
মাথাভাঙা রেল স্টেশনের, তখন দ্বিপ্রহর
বাতাসের গতিপথ বদল হয়ে দক্ষিণমুখি
দক্ষিণায়ন থেকে সরে আসছে রোদ
পাখির কলতান আর ভেসে আসছে না
তোমরা যা-ই বল, দোলা দিচ্ছে মন
আলিয়া ভাটের চুল যেমন ভেসে যায় বিজ্ঞাপনী ঢঙে
শহর কাঁপিয়ে মে-জুন মাস
পেয়ে বসছে বাড়িঘরে
ঘুমের মধ্যে স্বপ্ন যেমন আহ্লাদ পেয়ে বসে থাকে
কুঁচকে ওঠা বিছানার চাদর বেহিসেবী হয়
৪.
থানাপাড়া
আশ্চর্য বাতাসে আশ্চর্য মানুষ ফুরফুর করে উঠল
থানাপাড়া, পাশে পাশে
মো মো-র স্টল
মনোহারি দোকানও খুলে বসে আছে নরম বিকেলে
পছন্দের জিনিসের ওপর দিনান্ত ছুঁয়ে
নিচু স্টেশনের ওপর সজনে ডাঁটা সারি
দূরে মন্দিরের ধ্বজা উড়ছে পতপত
কেমন শান্ত হয়ে সন্ধে খুলছে বাড়ির মাথায়
ধূপের গন্ধের মতো একটা ম্লান কবিতা লেখা হবে
নলিনী ব্যানার্জি রোড উঠেছে সোজা কালীতলা
তালতলার খবর কেউ বলতে পারেন
সুন্দর প্রকাশ
উত্তরমুছুন