সোমবার, ১৭ জুন, ২০২৪

।প্রতিদিন বিভাগ।। ।। জুন সংখ্যা।। ।। বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -১৮।। সোমা চক্রবর্তী-র কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





      ।।প্রতিদিন বিভাগ।। 


      ।।  জুন সংখ্যা।। 

 ।।  বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -১৮।।




সোমা চক্রবর্তী-র  কবিতা 

১.
সুর ফোটে ঠোঁটে

নিরাশা'কে আশা ভেবে, বুকের আর্তনাদ'কে চাপা দিয়ে, অস্ফুট প্রতিধ্বনি'র অনুরণন, হৃদয়ের দেওয়ালে

সুর ফোটে ঠোঁটে!
 চুরমার জমাট রক্ত-ঘাম

তমসা ঘুচিয়ে প্রদীপ জ্বালার পালা
সারা জীবনে...

২.
নিপুণ তুলির টানে 

রক্তের অক্ষরে লেখালেখি রচনা করে দৃশ্যপট নিপুণ তুলির টানে ফুটেওঠে, মায়াবী ছবি!

মুহূর্ত  সংবেদনশীল হয়, হৃদয়ের অভ্যন্তরে। সে-ছবি লিখে রাখা পরম আন্তরিকতায়...সযত্নে...

 শীতল প্রাণ  জুড়িয়ে দিতে, বড় ছায়া রেখে যায়! কত মুহূর্ত, ঘন অন্ধকারেরও সজীব।  কত মুহূর্ত তুলির ছোঁয়ায় জীবন্ত  ক্যানভাসে

কালি-কলম ভরিয়ে দেয় প্রাণ...

৩.
প্রতিদিন প্রতিনিয়ত 

ফেরারী মনটাকে নিরুদ্দেশের কলমে খোঁজার চেষ্টা বৃথা। তাই মনটাকে ফেরারী হতে না দিয়ে, বেঁধে রাখার নিপুণ চেষ্টা চলে নিয়ত 

ব্যক্তিত্বের সাথে ব্যক্তির সংঘাত

 ক্ষতবিক্ষত  মনে প্রলেপ লাগানো, কৌতুহল উদ্রেক করে

মনকে বাঁধবার চেষ্টা, প্রতিদিন প্রতিনিয়ত...

৪.
আমি কিন্তু আছি

আমি আছি থাকবো। এটাই শেষ কথা

 হয়তো মেঘে ঢাকা। আকাশ কেঁদে নামিয়ে দেবে বৃষ্টি। আমি কিন্তু আছি। থাকছি, মেঘের আড়ালে 

দৃষ্টির আড়ালে থাকাও থাকা

 এক'দিন দু'দিন, এ-ভাবে সরে যাবে মেঘের আবরণ। রোদের ছটায়  ভাসবে পৃথিবীর শরীর আলোর দীপ্তিতে পৃথিবী সজীব হবে 

মেঘ সরিয়ে দেখা দিয়ে বলবো- 'আমি আছি'...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন