।। প্রতিদিন বিভাগ।।
।। মে সংখ্যা।।
।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ৯।।
কাব্য কোলাজ
সুদীপ কুমার চক্রবর্তী
সর্ষেক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে আমি প্রথম দেখেছিলাম এক স্বপ্নের প্রেয়সীকে।
কবিতার প্রতিটা শব্দ প্রলুব্ধ করেছিল আমাকে
হঠাৎ দেখার আমন্ত্রণে।
এরপরে রেলগাড়ির কামরায় জানালার দিকে
তাকিয়ে তাকিয়ে বহুবার ভেবেছি তার কথা।
মনে মনে অনুরণিত হয়েছে এক আশ্চর্য প্রেমের সুর -
আমার জীবনের কবিতা।
আজও খুঁজি সেই কিনু গোয়ালার গলি শহরের আনাচে কানাচে। শুনি এক বাঁশিওয়ালার সুরধ্বনি।
বেজে ওঠে এক কনিষ্ঠ কেরানীর মর্মব্যথা
আকবর বাদশা আর হরিপদ কেরানীর অপ্রাপ্তির দুঃখ বিলাসিতা।
জেগে ওঠে দিগন্তে উদ্ভাসিত কল্পলোক -
ধলেশ্বরীর গোধুলিবেলায় এক অপরিণত প্রেমের প্রতিচ্ছবি।
এমন কিছু বৃষ্টিভেজা রূপকথা এখনও ছড়িয়ে আছে মনের
অন্দরে বাহিরের প্রেমাস্পদ আইভিলতায় আর
আমার মানসলোকের কাব্য কোলাজে।
খুব সুন্দর কবিতা। মুগ্ধ হলাম।
উত্তরমুছুন