।। প্রতিদিন বিভাগ।।
।। নজরুল স্মরণে- ১৩।।
বিদ্রোহী কবি
রূপালী রায়
সাম্যবাদের কবি, মানববাদের কবি নজরুল
শত প্রত্যাহবানে যায়নি যার কলম থেমে
কবি নিরলস সৃষ্টি করেছেন
প্রতিবাদের সুর।
লড়েছেন সাম্যবাদের লড়াই।
দারিদ্র্য তাড়িয়েছে আজীবন কাল
তবুও থামেনি যার
বিদ্রোহের পাল।
গানে কবিতায় কবি বলে গেছেন
সাধারণ মানুষের কথা,
নিপীড়িত মানুষের হয়ে
দাঁড়িয়েছেন কলমের অস্ত্র হাতে।
কবি লিখেছেন
"গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্লিম-ক্রীশ্চান।
গাহি সাম্যের গান!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন