সোমবার, ২৭ মে, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ১১।। মরমী নজরুল — কালাকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  



 ।।  প্রতিদিন বিভাগ।। 

  ।।  নজরুল স্মরণে- ১১।। 




মরমী নজরুল 

 কালাকার


কবিতার ছুরিতে করলে ছত্রখান

 ইংরেজ চাকেরই ভিমরুল,

 বিদ্রোহী নামেতে হলেই তুমি খ্যাত

 ধন্য তুমি মরমী নজরুল!

 ছাত্র ও যুবা হলো যে মাতোয়ারা

 তোমার লেখা কবিতা গানে,

 বিপ্লবীদের রক্ত হলো টগবগে

 তোমারই উদাত্ত আহ্বানে!

 অগ্নিবীণা আর সে বিষের বাঁশি

তোমার সেসব কাব্য কথা,

 ইংরেজ রাজত্বের ঘুম গেল ছুটে

খোঁজ,পেছনে কোন সে মাথা!?

করলো যে বন্দি  তোমায় কারাগারে

 ঢাকতে তব  মুখ একেবারে বন্ধ,

নিষিদ্ধ করলো তো তোমার লেখনি

না সে ফাঁক ফোকর ও ধন্দ!

 সাম্প্রদায়িকতা দিলে ঢেলেই জল

 একসূত্রে বেঁধে হিন্দু মুসলিম,

 বললে "একই বৃন্তে দুটি কুসুম"

 কোনোই না ভেদ রাম ও রহিম!

 কৃষ্ণ শ্যামা প্রেমে হয়েই মাতোয়ারা

 রচিলে মন মাতানো গান,

 অবাক বিস্ময়ে ভাবে যে সবাই

তুমি হিন্দু ,নাকি মুসলমান!?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন