।। প্রতিদিন বিভাগ।।
।। নজরুল স্মরণে- ৭।।
সত্যিকারের ইসলাম
শুভঙ্কর দাস
বর্ণপরিচয়ের কোনো একটি বর্ণ তুলে
নিয়ে আমাকে বলো,এর ধর্ম কী?
শব্দ উচ্চারণ করে বোঝাতে পারবে,সেই শব্দের ধর্ম কী?
অথচ সেই বর্ণগুলো দিয়ে তুমি বেদ লিখেছো,কোরান লিখেছো...
এবং সহস্র এমন ধর্মগ্রন্থ লেখা যেতে পারে...
কিন্তু অন্য আর একটা নজরুল লেখা যাবে না!
কারণ ওতে ধর্মের নামে ভেদ নেই, জাতের নামে কাঁটাতার নেই, প্রার্থনা-নামাজের নামে দেওয়াল নেই...
তবে কেন এতো চক্ষুওয়ালা অন্ধ! এতো ভণ্ডামী! এতো চুলচেরা ভুল?
প্রতিটি বাংলা বর্ণ যেমন রবীন্দ্রনাথ, তেমনই নজরুল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন