রবিবার, ১৯ মে, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ৩।। দহন বেলার কবি — পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  

          ।।  প্রতিদিন বিভাগ।। 

              ।।  নজরুল স্মরণে- ৩।। 



দহন বেলার কবি

পুষ্প সাঁতরা
 

বর্ণময় রামধনু আঁকা দহনের স্বরলিপি
সৃষ্টির জোয়ারে  বহতা নদীর জলপিপি।
রক্ত কলম ডুবিয়ে অক্ষরে সাম্যের গান
চোখের জলের হরফে বিশ্ব প্রেমের বান।
শোকের আঁচ বুকে নিয়ে সুন্দরের স্তব
ধূমকেতু আর নাঙলে টুটেছে যত কলরব।
সাম্য মৈত্রীর সাগর সংগমে সৃষ্টির সৈকত
দোলন চাঁপায় বাঁশি বাজে প্রেমের ঐশীপথ
চেতনার রঙে রাঙানো তোমার মালঞ্চ
সুর ও বানীর মালায় সন্ধ্যামালতী মঞ্চ।
অগ্নিবীনার তন্ত্রীতে বাজে অগ্নি দীপক রাগ
অশ্রুর হরফে  লেখা দুঃখী বিষাদ বেহাগ।
এসো কবি! পাঞ্চজন্য বাজাও অশনি ঝঞ্ঝায়।
বিশ্বমানবতার জয় গান গাই রাহু সাহারায়।প্রেরক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন